Magisk Module Launcher Review
যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে বেশ কিছু মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম লঞ্চার চেইন্জ করতে পারবেন। এটি শুধুমাত্র miui তে কাজ করবে। এটি ইনস্টল করলে রিসেন্ট অ্যাপ প্রিভিউ, জেসচার, অ্যাপ ড্রয়ার ইত্যাদি অনেক কিছু চেইন্জ হয়ে যাবে এবং অনেক স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন, যাদের পোকো ডিভাইস আছে এবং অন্যান্য লাঞ্চার ইউস করেন তারা এটি ট্রাই করে দেখতে পারেন।
SCREENSHOTS
যা যা লাগবে
1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. Launcher মডিউল।
Miui Launcher Android 10
Miui Launcher Android 11
INSTALLATION
1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।