Site icon Trickbd.com

আপনার Poco X3 ডিভাইসে 90 Fps এ স্ক্রিন রেকর্ড করুন একদম সহজে [Magisk Module]

Unnamed

Magisk Module Launcher Review

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest
Rom: Miui 12 (eu)

যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে একটি মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের স্ক্রিন রেকর্ড এর ফ্রেম রেইট বৃদ্ধি করতে পারবেন। ডিফল্ট এ আমাদের ফোনে অত বেশি ফ্রেম রেইট এ রেকর্ড এর সুবিধা দেয়া হয় না, কিন্তু এই মডিউল ইউস করে আপনি ৯০Fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এটি কাজ করে শুধুমাত্র Poco x3 Miui তে আপনি চাইলে অন্য miui ডিভাইসে চেক করে দেখতে পারেন।


SPECIAL FEATURES

#Support 15Fps Recording
#Support 24Fps Recording
#Support 30Fps Recording
#Support 48Fps Recording
#Support 60Fps Recording
#Support 90Fps Recording
#Support Resolution 2400*1080
#Support Resolution 1280*720
#Support Resolution 800*480
#No Lag Noticed


SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2.মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।

3.Screen Recorder মডিউল। 90 Hz Recorder 3MB
Dubox Link Password:9di4


INSTALLATION

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।