হ্যালো ভাইরা আসসালামু-আলাইকুম।কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।
বরাবরের মতো আজকেও হাজির হলাম আমি রাকিব। আপনার মনের তালা কি ঠিক আছে?যদি ঠিক থাকে আমি আজ সেটাকে ভাঙবো আর না থাকলেও ভাঙবো।আরে ভয় পাইয়েন না আমি আপনার মোবাইল এর বুট্লোডার এর কথা বলছি সেটা কোন ধরনের তালা আর কিভাবে খুলতে হয় তা সম্পর্কে আজকে ধারণা দিব।তো চলুন শুরু করা যাক।
বুটলোডার মূলত কি?
সহজ ভাষায় বলতে গেলে বুটলডার হলো সফটওয়্যার এর একটি মাংশের টুকরো যা প্রতিবার আপনার ফোনটি চালু হওয়ার সময় চলে। এটি ফোনকে বলে যে আপনার ফোন চালানোর জন্য কোন প্রোগ্রাম লোড করতে হবে। আপনি ফোন চালু করলে বুটলোডার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুরু করে। এই বুটলোডার ছাড়া আপনার মোবাইল একটা খেলনা ছাড়া আর কিছুই না।
আপনি কেনো বুটলোডার আনলক করবেন?
- আপনি আপনার মোবাইল রুট করতে পারবেন।
- আপনি আপনার মোবাইলে কাস্টম রোম এবং কাস্টম রিকোভেরী ফ্লাস করতে পারবেন।
- যেসকল সফটওয়্যার আপনার মোবাইল এর সাথে কম্পিটেবভল না সে সকল সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
- আরও নানা রকম সুবিধা পাবেন।
কি কি কাগজপত্র আর ডকুমেন্ট দরকার পড়বে বুটলোডার আনলক করতে?
- কম্পিউটার (শাওমি ইউজারদের অবশ্যই লাগবে)
- আপনার হাতের মোবাইল
- একটা ইউএসবি কেবল
- আপনার মোবাইলে ৫০% এর উপরে চার্জ
- একটি ওটিজি কেবল (যদি কম্পিউটার না থাকে)
- আর কিছু ফাইল।
নোটঃ- ব্যাকাপটা করে নিয়েন আমার মতো আলসেমী করিয়েন না।
নিচে কমন কিছু মোবাইল ইউজারদের বুটলোডার আনলক করার নিয়ম দিচ্ছি।
১ঃ Xiaomi/Redmi
রিকুয়েরমেন্টসঃ-
- কম্পিউটার অথবা ল্যাপটপ
- USB ক্যাবল
- ৫০ % এর উপরে ব্যাটারি চার্জ
- USb Driver Download
- Mi Unlock Tool Download
কিভাবে আনলক করবেন?
- প্রথম ধাপ হল শাওমি ফোনে ইউএসবি ডিবাগিং অন করার জন্য, সেটিংসে যান → ফোন সম্পর্কে → তারপর ডেভোলপার অপশন অন করতে MIUI সংস্করণ 5-7 বার আলতো চাপুন।
- এখন সেটিংসে ফিরে যান → Mi Clould এ গিয়ে সব কিছু Sync করে নিন।(বেশি জরুরি না)
- আবার সিটেংস এ ফিরে আসেন এবং → Additional settings → Developer Option এ প্রবেশ করুন।
- এখন ডেভলোপার অপশন থেকে OEM Unlock এবং USB debugging option অন করুন।
- তারপর আপনার মোবাইল ডেটা চালু করুন। মনে রাখবেন, যে মোবাইল থেকে আপনি আপনার Mi অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই একই সিম থেকে আপনাকে মোবাইল ডেটা চালু করতে হবে
- এখন আপনাকে Mi Unlock Status ট্যাপ করতে হবে। এবং তারপর Agree Button আলতো চাপুন।
- এরপরে আপনাকে Add Account And Device Option এ ক্লিক করতে হবে ।(Add Account Successfully লিখা আসতে হবে)
- আপনার মোবাইল এর পাওয়ার অফ করুন।
- এখন ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ফাস্টবুট মোডে নিয়ে যান।
- আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন করুন এওং Mi Unlock Tool টি ডাউনলোড করে Extract করুন
- USB Driver ডাউনলোড করেছেন সেটিও Extract করুন এবং ইন্সটেল করুন আপনার কম্পিউটারে।
- তারপর Mi Unlock Tool ফোল্ডারটি ওপেন করুন এবং নিচে স্ক্রল করতে দেখতে পারবেন যে, Mi Flash_Unlock.exe ফাইলটী ওপেন করুন
- এখন মোবাইলে যে Mi Acoount আছে সে Mi Account দিয়ে এখানে লগিন করুন।
- USB কেব্ল দিয়ে আপনার মোবাইলকে কম্পিউটার এর সাথে সংযুক্ত করুন।
- এখন Unlock অপশনে ক্লিক করুন এবং আবার Unlock Anyway অপশনে ক্লিক করুন।
- আপনার ভাগ্য ভালো থাকলে তো সাথে সাথেই হয়ে যাবে আর যদি ভাগ্য খারাপ থাকে আমার মতো তাহলে ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং আবার চেষ্টা করতে হবে তখন ১০০% শিওর আপনার বুটলোডার আনলক করতে পারবেন।
নোটঃ- USB Driver এর জন্য এই লিংকে প্রবেশ করে আপনি আপনার মোবাইল এর মডেল অনুযায়ী ডাউনলোড করে নিবেন।
Realme User:-
রিকুয়েরমেন্টসঃ-
- কম্পিউটার অথবা ল্যাপটপ
- USB ক্যাবল
- ৫০ % এর উপরে ব্যাটারি চার্জ
- USb Driver Download
- Depth Test Apk Download
- Platfrom Tools Download
কিভাবে আনলক করবেন?
- Depth Test App টি আপনার মোবাইলে ইন্সটেল করুন ।
- Devolopar Option টি অন করে USB debugging এবং OEM Unlock টি অন করুন।
- Depth Test App টি ওপেন করে Start Applying এ ক্লিক করুন।ট্রামস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে Submit Application এ ক্লিক করুন
- A few hours Later
- আবার App টি ওপেন করুন এবং Query Verification status এ ক্লিক করুন যদি দেখেন আপনার মোবাইলে Review Successful লিখা আসে তাহলে Start the in depth test এ ক্লিক করুন এবং এটি অটোমেটিক ফাস্টবুট মোডে চলে যাবে।
- এখন আপনার মোবাইলটিকে আপনার কম্পিউটার এর সাথে কানেক্ট করুন।(আপনি যদি USB driver install না করেন তাহলে ডিভাইস কানেক্ট হবে না )
- ডিভাইস কানেক্ট হলে ,Platfrom Tools zip file টি Extract করে ওপেন করুন ফোল্ডারটি এবং উপরে ফাইল লোকেশন যেখানে লিখা আছে যেখানে ক্লিক করে cmd লিখুন এবং এন্টার বাটন চাপ দিন।
- এখন নিচের কমান্ডগুলো লিখুন।
- fastboot devices
- fastboot flashing unlock
- এখন আপনি আপনার মোবাইলে একটি মেসেজ দেখতে পারবেন ভলিউম আপ অথবা ডাউন দিয়ে আপনি সম্মতি দিন বুটলোডার আনলোক করার জন্য।
- ব্যাস আপনার মনের তালা খুলে গেসে।
নোটঃ- USB Driver এর জন্য এই লিংকে প্রবেশ করে আপনি আপনার মোবাইল এর মডেল অনুযায়ী ডাউনলোড করে নিবেন।
নোট ২ঃ- এবং Depth test app ফাইলটিও আপনার মোবাইল এর মডেল অথবা এন্ড্রয়েড ভারশন অনুযায়ী ডাউনলোড করবেন।
Samsung User :-
রিকুয়েরমেন্টসঃ-
- কম্পিউটার
- ডাটা কেবল
কিভাবে আনলক করবেন বুটলোডার?
- আপনার মোবাইল এর সিটেংস এ গিয়ে About Phone অপশনে গিয়ে Build Num,ber অপশনের ৭বার ক্লিক করুন এবং আবার সেটিনস এ ফিরে আসুন এবং Devolopar option এ গিয়ে OEM Unlock এবং USB debugging অন করুন।
- আপনার মোবাইলটি পাওয়ার অফ করুন ।
- ভলিউম আপ এবং ডাউন বাটন চাপ দিয়ে ধরে রাখুন এবং মোবাইল্যকে পিসির সাথে কানেক্তট করুন যতক্ষণ না ওয়ার্ণিং স্ক্রিন আসছে বাটন ছেড়ে দিবেন না।
- এখন ভলিউম আপ লঙ প্রেস করুন Unlock mode এ প্রবেশ করার জন্য।
- আবার ভলিউম আপ বাটন একবার প্রেস করুন আনলক করার জন্য।
- ব্যাস আপনারাও মনের তালা খুলে গেলো।
নোটঃ- USB Driver এর জন্য এই লিংকে প্রবেশ করে আপনি আপনার মোবাইল এর মডেল অনুযায়ী ডাউনলোড করে নিবেন।
Others Phone like Walton,Symphone,Micromax,etc
রিকুয়েরমেন্টসঃ-
- কম্পিউটার অথবা ল্যাপটপ
- USB ক্যাবল
- ৫০ % এর উপরে ব্যাটারি চার্জ
- USb Driver Download
- Minimal Abd and Fastboot Download
কিভাবে আনলক করবেন বুটলোডার?
- আপনার মোবাইল এর সিটেংস এ গিয়ে About Phone অপশনে গিয়ে Build Num,ber অপশনের ৭বার ক্লিক করুন এবং আবার সেটিনস এ ফিরে আসুন এবং Devolopar option এ গিয়ে OEM Unlock এবং USB debugging অন করুন।
- আপনার মোবাইলটি পাওয়ার অফ করুন ।
- পাওয়ার কি এবং ভলিউম ডাউন চাপ দিয়ে ধরে রেখে ফাস্টবুট মোডে নিয়ে যান এবং কম্পিউটারের সাথে আপনার মোবাইলটি কানেক্ট করুন ।
- Minimal Adb and fastboot ইন্সটল করে ওপেন করুন ।
- টাইপ করুন ,
- Fastboot Devices
- যদি একটি সিরিয়াল নাম্বার দেখায় তাহলে আপনার ডিভাইসটি সঠিক ভাবে কানেক্ট হয়েছে।
- fastboot flashing unlock
- এখন আপনার মবাইলের ভলিউম আপ অথবা ডাউন কি চাপ দিয়ে আপনি আপনার বুট লোডার আনলক করতে পারবেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম আহা হাত ব্যথা হয়ে গেলো।আগামী পোষ্টে দেখাবো কিভাবে কাস্টম রিকোভেরি ইন্সটেল করতে হয়।
আর ভাই এত বড় বড় পোষ্ট করি একটু আকটু ভুল হতেই পারে সবাই ক্ষমার চোখে দেখবেন ধন্যবাদ
আল্লাহ হাফেজ।
WhatsApp:01821329737
Email:- mohammedrakib7040@gmail.com
Facebook:- Mohammed Rakib