Site icon Trickbd.com

কীভাবে Magisk Manager দিয়ে Xiaomi ফোনটি রুট করা যায়।

আসসালামু আলাইকুম।
আসা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।

আমি ভেবেছিলাম আজকে Free Fire এর হ্যাক শেয়ার করবো।
কিন্তু হ্যাকটাতে আমার আইডি ব্যান হওয়ার জন্য আমি হ্যাকটা শেয়ার করছিনা ?
আমি খুব তাড়াতাড়িই নতুন হ্যাক টেস্ট করে দাওয়ার চ্রষ্টা করবো…

আজকে অন্য টপিক নিয়ে লিখছি। কীভাবে Magisk Mask দিয়ে ফোন Root করা যায়।
আমি যেই ফোন Root করছি সেটা Redmi Note 8 (ginkgo)
আমি যেই ভাবে Root করবো এভাবে আপনার Xiaomi ফোনটি Root করতে চাইলে প্রথমে ২ টা ধাপ পার করতে হবে৷
১- আপনার ফোনের বুটলোডার আনলক করতে হবে।
২- যেকোনো Custom Recovery Install করা থাকতে হবে৷

আপনারা এই দুইটা ধাপ Youtube থেকে শিখেই পার করতে পারেন। আমি Youtube থেকেই শিখে করেছি।
তারপরো আপনারা চাইলে আমি উপরের দুইটা ধাপ নিয়ে লিখবো।

উপরের দুইটা ধাপ পারকরা থাকলে ২ মিনিটের ফোন রুট করা যাবে।

প্রথমে Magisk ফাইলটি Download করে নিন।

Magisk File

যেই ফোন গুলো Android 10 & 11 সেগুলোতে Magisk ওর Zip ফাইলটা ফ্লাস করলেই রুট হয়ে যায়৷ কিন্তু Android 12 এর ভার্সনে Magisk এর zip ফাইল ফ্লাস করলে Error দেখাই।
তাই যে পদ্ধতিটা দেখাবো সেটা সব ভার্সনেই সাপোর্ট করবে।

আগে দেখে নেন আমার ফোন রুট হয়ে আছে কিনা৷ এটা চেক করার জন্য আমি Root Checker Basic app টা ব্যাবহার করছি। এখন বাজে বিকাল ৫ টা ৫২ মিনিট।

Device : Redmi Note 8

Android : 11

প্রথমেই আমি ফাইল ম্যানেজার এ যাবো৷ তারপর Magisk এর Zip ফাইলটা রিনেম করবো৷ (.zip) লিখাটি কেটে আমি ওখানে (.apk) লিখবো তাহলে সেটা apk হয়ে যাবে।

এখন ফাইলটা ইন্সটল করবো।

Done এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন আবার Magisk.apk থেকে রিনেম করে Magisk.zip করে দিন। এখন আমাদের Recovery Mod এ ঢুকতে হবে৷ তার জন্য প্রথমে আপনার ফোনটি Off করুন৷ তারপর Power বাটন এবং Volume (+) বাটন একসাথে চেপে ধরুন৷ যতক্ষন না recovery Mod না আসে।

এখন আপনি যেই ফল্ডারে Magisk এর ফাইলটি রেখেছেন। সেই ফোল্ডারে গিয়ে Magisk এর ফাইলটি বের করুন। এবং তাতে ক্লিক করুন। আমি এখানে রিনেম না করেই apk ফাইলটা ফ্ল্যাস করে দিয়েছি। কোনো সমস্যা হয় নি৷ তবে আপরা মনে করে আরে রিনেম করে নিবেন। 

তারপর Swipe to install ওখানে swipe করুন। তাহলে zip ফাইলটি ইন্সটল হতে শুরু করবে। 

ইন্সটল হচ্ছে

ইন্সটল হওয়ার পর Wipe Caches এ ক্লিক করে swipe করে দিবেন।

তারপর Reboot Shstem এ ক্লিক করবেন। তাহলে কিচ্ছুক্ষন পর ফোন ON হয়ে যাবে।

এখন দেখেন আমার ফোন রুট হয়ে গেছে। আর এখন সময় ৫ টা বেজে ৫৭ মিনিট। শুধু ৫ মিনিট সময় লেগেছে।

আমার লিখার হাত অতটা ভালো না। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আজকে এতটুকুই।

আল্লহা হাফেজ।