আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে।তো অনেকেই বলেছিলো ইনফিনিক্স, টেকনো এইসব মোবাইল এর রুট প্রসেস এর টিউটোরিয়াল দিবার জন্য আসলে সব মোবাইলের রুট করার প্রসেস একই। আজকের পোষ্টটি তাদেরই জন্য যারা নতুন, তো দেরী না করে শুরু করি। তবে হ্যাঁ বলে এই প্রসেসগুলো সব মোবাইল এর জন্য কার্যকর হবে।
রুট করার জন্য কি কি লাগবে। (PC Method)
- Platfrom Tools
- USB Drivers Download (How to Install )
- Stock Rom Download
- Bootloader Must Unlocked (See How)
- ZArchiver Download
- Magisk Manager Apk Download
First Step:
- আপনার ডিভাইস অনুযায়ী স্টক রম ডাউনলোড করে সেটি ZArchiver দিয়ে Extract করুন, এবং সেখান থেকে স্টক boot.img এবং vbmeta.img এই দুইটি ফাইল কপি করুন।
- এখন Magisk Manager App এটি ইন্সটেল করে ওপেন করুন।এবং Install এ ক্লিক করুন।
- এখন select and patch a file এই অপশনে ক্লিক করুন।
- এখন যে ফোল্ডারে আপনার Extract করা ফাইল দুটি রেখেছেন সেখানে যান, এবং boot.img ফাইলটি সিলেক্ট করুন।
- কিছুক্ষন অপেক্ষা করুন এখন আপনার বুট ফাইলটি এর সাথে patched করছে।এটি হয়ে গেলে নতুন আরেকটি ফাইল পাবেন, এবগ সেটি আপনার মোবাইল এর Download ফোল্ডারের মধ্যে পাবেন।
- এখন নতুন ফাইলটি magisk_patched.img নামে Rename করুন। (Important)
- magisk_patched.img এবং vbmeta.img ফাইলটি আপনার পিসিতে নিন।
- আপনার মোবাইলে Developer Option থেকে USB debugging অন করে নিন। মোবাইলের কাজ এখানেই শেষ।
Next Step:
- আপনার পিসিতে USB Driver Install করে নিন।
- Platfrom Tools ফাইলটি Extract করুন।
- magisk_patched.img এবং vbmeta.img ফাইল দুইটি Platfrom Tools ফোল্ডারে কপি করে নিয়ে আসেন।
- এড্রেস বারে ক্লিক করে, CMD টাইপ করে Enter বাটনে ক্লিক করুন।
- এখন আপনার Comand promot ওপেন হলে, ডাটা কেবল দিয়ে মোবাইল কানেক্ট করুন আপনার পিসির সাথে ।
- নিচের কমান্ডগুলো কপি করে পেস্ট Enter বাটনে ক্লিক করুন।
- adb devices
- adb reboot bootloader
- fastboot devices
- fastboot –disable-verification flash vbmeta vbmeta.img
- fastboot flash boot magisk_patched.img
- fastboot reboot
Done…Your Device now rooted
যদি আপনার ডিভাইসটি যদি বুটলুপে আটকে যায় মানে, ডিভাইস ব্রান্ড লোগোতে আটকে গেলে বা ডিভাইস বুট না নিলে, fastboot মোডে গিয়ে এই কমান্ডটি একবার দিয়ে রিবুট দিবেন।
- fastboot –disable-verification flash vbmeta vbmeta.img
যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।
আগামী পোষ্টে পিসি ছাড়াই কিভাবে রুট করবেন তা দেখিয়ে দেওয়া হবে।আল্লাহ হাফেজ।
Facebook:Muhammed Rakibul Islam
WhatsApp: 01821329737