Site icon Trickbd.com

How to root any andriod devices like infinix, Tecno। কিভাবে আপনি আপনার ডিভাইসকে রুট করবেন?

আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে।তো অনেকেই বলেছিলো ইনফিনিক্স, টেকনো এইসব মোবাইল এর রুট প্রসেস এর টিউটোরিয়াল দিবার জন্য আসলে সব মোবাইলের রুট করার প্রসেস একই। আজকের পোষ্টটি তাদেরই জন্য যারা নতুন, তো দেরী না করে শুরু করি। তবে হ্যাঁ বলে এই প্রসেসগুলো সব মোবাইল এর জন্য কার্যকর হবে।

 

রুট করার জন্য কি কি লাগবে।  (PC Method)

First Step:

 

 

 

 

 

 

 

 

Next Step:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Done…Your Device now rooted

 

যদি আপনার ডিভাইসটি যদি বুটলুপে আটকে যায় মানে, ডিভাইস ব্রান্ড লোগোতে আটকে গেলে বা ডিভাইস বুট না নিলে, fastboot মোডে গিয়ে এই কমান্ডটি একবার দিয়ে রিবুট দিবেন।

 

যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।

আগামী পোষ্টে পিসি ছাড়াই কিভাবে রুট করবেন তা দেখিয়ে দেওয়া হবে।আল্লাহ হাফেজ।

 

Facebook:Muhammed Rakibul Islam

WhatsApp: 01821329737