Site icon Trickbd.com

এক ক্লিকে Redmi 6A Twrp + Root করুন খুব সহজেই।(pie)

Howdy,

বরাবরের মতো অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম twrp + root নিয়ে।

আজকে আলোচনা টপিকস কি সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। আজকে আমরা একটা ফোনকে কিভাবে খুব সহজে twrp করা যায় এবং কিভাবে root করা যায় সে নিয়ে আলোচনা করবো।

আজকে যে ফোনটির উপর কাজ করবো সেটা হচ্ছে Redmi 6A global version. । twrp + root তা নিয়ে আগে অনেক পোস্ট আছে তাই তা নিয়ে আলোচনা করছি না সরাসরি কাজে চলে যাই।

Download

Redmi 6A কিভাবে Twrp করবো ?

প্রথমে আপনার ফোনকে bootloader unlock করতে হবে।

১) প্রথমে ফোনের about যাবেন

২) MIUI Version ৪/৫ টা ক্লিক করবেন তাহলে developer অপশন ওপেন হবে।

৩ ) additional settings যাবেন নিচে developer options পাবেন।

৪) তারপর নিচে Mi unlock status যাবেন তারপর active ক্লিক করবেন। এবং অবশ্যই আপনার mi account. Login থাকতে হবে। এবং তাদের দেওয়া লিংক থেকে টুলস ডাউনলোড করে কম্পিউটার দিয়ে ওপেন করবেন same mi account দিয়ে তখন আপনি নিজের bootloader unlocked করতে পারবেন। এক কথা তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

২য় ,

এখন আমরা Twrp ইনস্টল দিবো তার জন্য কিছু ফাইল লাগবে সেটা আমি দিয়ে দিবো আপনি ডাউনলোড করে নিবেন।

আমার দেওয়া সেখানে তিনটি ফাইল পাবেন । আপনি যে ফোনটাকে twrp করবেন সে ফোনে magik zip + magik apk দুইটা ফাইল রাখবেন। বাকি একটা আপনি ল্যাপটপ বা পিসিতে রাখবেন। ।

এখন আমরা পিসিতে যে ফাইলটি রেখেছি সেটা unzip করবো।

Unzip করা হলে এই রকম কিছু ফাইল দেখতে পারবো ।

আমরা twrp-installer ডবল ক্লিক করে ওপেন করবো।

এই রকম দেখতে পারবো ।

এখন আমরা ফোনটা পাওয়ার অফ করবো।  এবং fastboot on করবো। তার জন্য ( power + volume down)  ট্যাব করে ধরে রাখবো তাহলেই দেখতে পারবো fastboot আসচ্ছে ।

এখন আমরা fastboot থাকা অবস্থায় ফোনের volume up বাটন ক্লিক করে ধরে রাখবো এবং পিসি বা ল্যাপটপের সাথে কানেক্টেড করবো। আমরা একবারের জন্য হলেও volume up বাটন ছেড়ে দিবো না ট্যাপ করে ধরে রাখবো। যতক্ষণ না Twrp show না করবে ।

এখন আমরা পিসিতে যাবো এবং space বাটনে কয়েক বার ক্লিক করবো সেটা তাদের নির্দেশনা দেখে।  প্রথম দ্বিতীয় বার কিছু আসবে না তৃতীয়  বারের সময় ফাইলটি phone boot হবে। চতুর্থ বার দিলে টুলসটি অটো ক্লোজ হবে যাবে।

আমরা দেখতে পারবো আমাদের ফোনে twrp logo show করবে। তখন আমরা volume up বাটন ছেড়ে দিবো।

তারপর এই রকম ইন্টার পেইজ দেখতে পারবো।  আমাদের twrp কাজ শেষ। ।

কিভাবে Redmi 6A root করবো?

Twrp হলে আমরা এই রকম দেখতে পারবো।

এখন আমরা root করবো magisk tools দিয়ে তাই আমরা install ক্লিক করবো।

এই রকম আসবে আমরা selete storage যাবো।

এখন কথা হচ্ছে যদি magisk app + zip SD card এ রাখেন তাহলে SD card সিলেক্ট করবেন। আর যদি Phone storage রাখেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন।

এখন আমরা যেখানে ফাইল রেখেছি সেখানে যাবো।

তারপর magisk zip তে ক্লিক করবো ।

এই রকম আসবে আমরা swipe to confirm flash ক্লিক করবো।

তারপর দেখতে পারবেন magisk টা ইনস্টল হচ্ছে।

যদি ইনস্টল না হয় তাহলে

Reboot যাবেন এবং recovery অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এবং আবার আগের মতো করে ইনস্টল করবেন।

ফোন অন করার জন্য reboot যাবো এবং power off দিয়ে ফোনকে অন করবো ।

ফোন অন হলে magisk app টি ইনস্টল করবো তাহলে আমাদের কাজ শেষ। ।

দেখতে পারবেন কোন ধরনের সমস্যা হবে না আশা করি।

 

 

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

Exit mobile version