বেশীরভাগ এন্ড্রয়েড ফোন এ দেখা যায় sound volume কম অথবা sound quality তেমন ভালো না…আর তাই music শুনে আনন্দ পাওয়া যায়না.. আর এই সমস্যার সমাধান করতেই আজকে আমার এই পোস্ট । Viper4 হচ্ছে এমন একটা এপ যা দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড ফোনের Best & Highest Audio Quality পাবেন । so কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক………..
** যা যা লাগবে :
- Rooted Android ফোন । Root এর জন্যে এই app টি use করতে পারেন.. For Safe Rooting…. Download Here
- ES File Explorer…. প্লে-স্টোর থেকে নামিয়ে নিন । [Optional] না নামালেও চলবে ।
- Busybox এখান থেকে নামিয়ে নিন…. Download Here
- Viper4 .Apk এখান থেকে আপনার এন্ড্রয়েড ভার্স ন অনুযায়ী নামিয়ে নিন…. Download Here
** যেভাবে ইনস্টল করবেন :
১. Viper4.apk এবং Busybox.apk ২টি এ্যপস ইনস্টল করূন । ইনস্টল করা শেষ হলে Done দিন …. Open করবেন না ।
২. এবার Busybox.apk টি open করূন এবং লোড হতে দিন । লোডিং শেষ হলে Install দিন এবং phone restart দিন । না বুঝলে screenshot দেখুন ….
৩. এবার Viper4.apk open করূন .. root permission চাইলে grant দিন । Viper4 driver update আসলে Yes চাপুন ।
৪. please choose your preference থেকে super audio quality select করূন ।
৫. Driver installed লিখা আসলে phone restart দিন । না বুঝলে screenshot দেখুন
৬.phone restart হওয়ার পর viper4 open করূন এবং ইচ্ছামতো settings করে নিন । viper4 এর best settings অনুসরন করুন…..
** Headset :
- master power…. enable
- force enable v4a….. [optional] এই অপশন অন থাকলে তেমন কোন চেন্জ হয়না । কিন্তু battery drain বেশী হয় বলে suggest করছি …. disable
- playback gain control…enable
- select effect strength…… extream
- firequalizer…. disable এটা অন করার কোন প্রয়োজন নেই ।
- headphone surround + ….. [optional] suggest করছি …. disable
- enable Viper bass……. enable
- enable viper clarity ….. enable
- cure tech+ …… [optional] suggest করছি …. disable
না বুঝলে screenshot দেখুন
** enjoy viper4 …with best music quality
সতর্কীকরন: যা করবেন নিজে থেকে নিজ দায়িত্বে করবেন… কোনরকম সমস্যার জন্যে আমি দায়ী থাকবনা। viper4 app এ phone speaker section এ master power enable থাকাকালীন সময়ে phone এর volume full use করবেন না । এতে করে আপনার phone এর speaker নষ্ট/ফেটে যেতে পারে ।
Viper4 fully enjoy/ settings change করতে Headphone use করূন ।
**** Trickbd তে এটা আমার ১ম পোস্ট । কোনরকম ভূলক্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করূন…অথবা Google কে ask করূন…মনে রাখবেন Google is always your Boss… Thank you 🙂