Site icon Trickbd.com

আপনার সাধের এন্ড্রয়েড কে দিন পৃথিবীরর সব থেকে বড় প্রোটেকশন (মেগা পোষ্ট)

Unnamed

সুপ্রিয় Trickbd কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক
সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আধুনিক বিশ্বে
সর্বাধিক ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেমে
অ্যান্ড্রোয়েড এর প্রোটেকশন বিষয়ের একটি টিউন চলুন দেখে নিই কিভাবে সেইটা করবেন।

ধাপঃ

প্রথমে আপনার ফোনের Setting এ যান


তারপর তারপর Security তে


Mobile Aniti-thef নামে একটা অপশন দেখতে পাবেন ট্যাপ করুন


তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিন


আপনার জরুরী ফোন নাম্বার এড করুন (অবশ্যই আপনার বাসার কারো ফোন নাম্বার দিবেন)


এবার Check মোড করে Send Sms করুন এবং Done করুন


এবার যদি আপনার ফোন চোরে চুরি করে নিয়ে যায় তাহলে অন্য কোনো সিম উঠালেই লক হয়ে যাবে আপনার ফোন।

আর যেই নাম্বার চোর উঠাবে সেই নাম্বার থেকে এই রকম একটা SMS আসবে। যেই এস এম এস এর সাহায্য নিয়ে আপনি চোর কে ট্রাক করে চোরকে ধরতে পারবেন…

যদি আপনার ফোন তারপর উদ্ধার করতে পারেন তাহলে
ঐ যে আপনি একটা সেন্ড এস এম এস করেছিলেন সেই এস এম এস এ লিখা ছিল
#password#… #password# লিখে আপনার ফোনে যেই সিম তোলা থাকবে ঐ সিমে এস এম এস দিবেন। তাহলে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনার ফোনটি খুলতে পারবেন।

আপনার ফোন ফ্যাক্টরি রিসেট দিলেও প্রোটেকশন বন্ধ হবে না।
ধন্যবাদ
কাফি