প্রথমত আপনাকে বলে রাখি এটার জন্য তেমন খরচ হবে না। খরচ হবেই না বলতে গেলে।
এস-পেন হচ্ছে একটি পেন যেটি দ্বারা আপনার টাচ ফোনটিকে খুব সহজেই অই কলমটটি দ্বারা নিয়ন্ত্রন করতে পারবেন। এটি অনেক কাজের একটি বস্তু। কারণ, অনেক সময় নিখুত কিছু কাজ করতে গেলে এই পেন টির সাহায্যের প্রয়োজন পড়ে। যেমন, মোবাইলে আর্ট করতে গেলে, কিংবা এমন একটা গেম যেটাতে আপনার আঙ্গুলের জন্য স্ক্রিন দেখতে পারেন না। ফলে খুব কষ্ট হয় গেমটি খেলতে।
well, the TIME is over…
আর কথা না বলি। বেশী কথাতে আপনি বিরক্ত হতে পারেন।
অনেকে স্ক্রিনশট চান। তাই স্ক্রিনশটগুলো দেখেই আপনি নিজেরে করে নিতে পারবেন খুব সহজেই। কারণ, স্ক্রিনশট গুলোতেই বর্ননা দেয়া আছে… তাই আমার লেখালেখির প্রয়োজন বোধ করি না।
তাহলে শুরু করা যাক।
and that’s it!!!