Site icon Trickbd.com

Fast করুন আপনার Slow Android ফোন কে [মিস করবেন না ]

Unnamed

আজকাল অনেককেই এ ধরণের অভিযোগ করতে শোনা যায় যে তাদের ফোন স্লো কাজ করছে যদিও ফোনগুলো যথেষ্ট শক্তিশালী। তাই আমাদের আজকের আয়োজন এমন ৫ টি কার্যকর পদ্ধতি নিয়ে যা আপনার এন্ড্রয়েড এর গতি বাড়াবে।

যে সব অ্যাপ আপনি ব্যবহার করছেন না তা মুছে ফেলাই শ্রেয়।
মোবাইলের স্টোরেজ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় সব ইমেজ, সাউন্ড ক্লিপ, জিপ ফাইল ইত্যাদি মুছে ফেলতে পারেন।
ক্যাশড্‌ ডেটা পরিষ্কার রাখুন কেননা এগুল শুধু জায়গাই নস্ট করে না বরং বিভিন্ন অ্যাপ এর অদ্ভুত আচরণের কারন হয়ে দাঁড়ায়।

আপনার এসডি কার্ড এর দিকে খেয়াল রাখুন; আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তবে এটি আপনার ডিভাইসকে স্লো করে দিবে। একটি সহজ উপায় হল আপনার এসডি কার্ডের সব ডেটার কপি কম্পিউটারে রেখে এসডি কার্ড মোবাইলে নিয়ে ফরম্যাট দিবেন। এতে আশা করা যায় এসডি কার্ডের গতি কিছুটা হলেও বাড়বে।
যদি উপরে উল্লিখিত সকল পদ্ধতি বিফল হয় তবে ডিভাইসের ফ্যাক্টরি রিসেট অপশন ব্যবহার করুন যা আপনার ফোনকে নতুন অবস্থায় যে রকম ছিল সে অবস্থায় ফিরিয়ে নিবে। তবে খেয়াল রাখতে হবে যে এই কাজটি করার আগে অবশ্যই ফোনের কনটেন্টগুলোর ব্যাকআপ রেখে নিতে হবে।