Site icon Trickbd.com

এন্ড্রয়েডের সবচেয়ে বড় সমস্যার সমাধান, দেখে নিন কাজে লাগবে ১০০%

আশা করি, আপনারা সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতই ভালো আছি।

আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল, আমরা মোবাইলে কথা বলার সময় মোবাইলের স্ক্রিন আটো লক হয়ে যায় ।

ফলে আমাদের বিরক্ত লাগে, এই সমস্যাটা সাধারনত “SAMSUNG” মোবাইলে হয়ে থাকে ।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিন আনলক ছারাই কল কেটে দিতে পারেন।

স্টেপ ১ঃ মেনু থেকে সেটিংস এ জান;

Preventing screen lock during phone call-screenshot_2015-08-10-21-55-22.png

স্টেপ ২ঃ এবার সেটিংস থেকে ” Accessibilty “  তে ক্লিক করুন;

Preventing screen lock during phone call-screenshot_2015-08-10-21-55-30.png

স্টেপ ৩ঃ ” Accessibilty “ থেকে নিচের দিকে যান;

Preventing screen lock during phone call-screenshot_2015-08-10-21-55-46.png

স্টেপ ৪ঃ এবার Power Button Ends call, অপশন দেখতে পাবেন; সেটা এনাবল করে দিন;

 

ব্যাস কাজ শেষ।।

[বিঃদ্রঃ কোন কোন মোবাইলে Call answering/ending, এর ভেতর Power Button Ends call, অপশন পেতে পারেন]

এনাবল করা হয়ে গেলে , আপনি এখন পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথেই কল কেটে যাবে।

সবাইকে “ধন্যবাদ”

সমস্যা হলে কমেন্টে/ফেইসবুকে আমাকে জানাতে পারেন;

“ভালো থাকবেন , ভালো রাখবেন”

Exit mobile version