Site icon Trickbd.com

Reset/change default lunch app in android

মাঝে মাঝে আমরা এন্ড্রয়েড এ কিছু এপ কে ডিফল্ট লাঞ্চ এপ হিসেবে নির্দিষ্ট করে ফেলি। যার ফলে পরবর্তী তে অই টাইপ কোন ডাটা চালু হলেই সেই ডিফল্ট এপ দিয়ে চালু হয়।

অনেকেই পরে সেই ডিফল্ট লাঞ্চ এপ্লিকেশন টা পরিবর্ত্ন করতে চান। কীভাবে সেটা করবেম তা দেখানোর জন্যই আজকের পোষ্ট

ধরুন আমরা ‘ক’ এপ এর ডিফল্ট হিসেবে ‘খ’ এপ কে সিলেক্ট করেছি।এখন কোন ফাইল চালু করলেই ‘খ’ দিয়ে চালু হচ্ছে।

কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি অন্য কোন এপ ‘গ’ দিয়ে ফাইল টা ওপেন করতে।

এখন আমাদের যা করতে হবে:[\b]
**Settings=>Apps এ যেতে হবে এবং ডানদিকে গিয়ে “All Apps” ট্যাব এ যেতে হবে

**এপ লিষ্ট থেকে “খ” এপ টা খুজে বের করে ক্লিক করতে হবে।

**ভিতরে অনেকগুলো অপশন আছে সেখান থেকে “Lunch By default ” এর নিচ থেকে “Clear defaults” সিলেক্ট করতে হবে।

**এইবার আবার “ক” এপ এ ঢুকুন দেখবেন অই ধরনের ফাইল ডাইরেক্ট “খ” দিয়ে ওপেন হচ্ছে না আর, কোন এপ দিয়ে ওপেন করতে চান সেটা জানতে চাচ্ছে 😀

ভালো থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন 🙂