এটা একটি Creative Post. রানা ভাইয়ের নিকট Request ,এই Post কে হট টিউনসে যোগ করুন।
সবাই কে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের টিপস । আশা করছি সবাই ভালো আছেন ।
এখন কার দিনে প্রাই সবারই ANDROID ফোন আছে ।
আর আমরা android এর পুরোপূড়ী মজা নেবার জন্য বিভিন্ন ধরনের APPS (SOFTWARE & GAMES) INSTALL দিয়ে মোবাইল টাকে স্লো করে ফেলি।
শুধু apps install এর জন্য নয় আরো নানা কারনে অনেক সময় । ফোন স্লো হয়ে ওঠে ।
তাই আজ এমন কিছু TIPS দিচ্ছি যা দ্বারা আপনার ফোণ টি ফাস্ট থাকবে।
১। ফোন স্লো হোওয়াড় বড় কারন হল LOW SPACE . তাই সবসময় ফোন টীকে হাল্কা পাতলা রাখার চেষ্টা করুন ।
২। মোবাঈল এর স্পেস বাচাতে মোবাইল টি প্রথমে একবার RESTORE দিন ।
৩। খুব দরকারি apps ছাড়া ওন্যান্য softwares install দিবেন না।
৪। Phone storage কে যতটুকু পারেন ফ্রি রাখার চেষ্টা করুন।
৫। settings>apps>downloaded এ গিয়ে যে APPS গুলো কে মোভ করা যায় ঐ গুলোকে SD CARD এ মোভ করে দিন । এতে ফোণ ফাষ্ট ও হবে এবং আরো বেশি applications install দিতে পারবেন ।
৬। একটার বেশি LAUNCHER INSTALL ডীবেণ না । পারলে সেট লাঞ্ছার use করেন।
৭। Opera Mini সহ সকল browser এর data clear রাখার চেষ্টা করুন।
৮। ডাউনলোডেড ফাইলস গুলো Phone storage এ না রেখে manual SD CARD এ রাখুন।
৯। সবসময় ভালো BRAND এর apps ব্যবহার করবেন । এতে ভাইরাস এর ঝুকি কম থাকে । আর ভাইরাস ও ম্যালওয়ার ফোন কে স্লো করার জন্য যথেষ্ট।
১০। ইন্টারনেটে অনেক ধরনের SOFTWARE পাবেণ যারা মোবাইল ফাষ্ট রাখার দাবি করে ,আর আমরা তাদের ধোকায় পড়ে ইচ্ছামত এসব booster apps ডাউওনলোড করি … ফলাফল মোবাইল আরো স্লো হয়ে যায়। তাই ভালো ব্র্যান্ডের একটা SPEED BOOSTER DOWNLOAD করে ইনষ্টল দিন।
তবে শুধু একটা SPEED BOOSTER দিন । এমন ধরণের antivirus বা speed booster app একটার বেশি ইনষ্টল দেয়া মানে আরো স্লো করা।
সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।
ভালো লাগলে Visit my site ®™©