Site icon Trickbd.com

আপনার Android Phone কে Fast and Smooth রাখার জন্য সেরা ১০ টি টিপস

Unnamed

এটা একটি Creative Post. রানা ভাইয়ের নিকট Request ,এই Post কে হট টিউনসে যোগ করুন।

সবাই কে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের টিপস । আশা করছি সবাই ভালো আছেন ।

এখন কার দিনে প্রাই সবারই ANDROID ফোন আছে ।
আর আমরা android এর পুরোপূড়ী মজা নেবার জন্য বিভিন্ন ধরনের APPS (SOFTWARE & GAMES) INSTALL দিয়ে মোবাইল টাকে স্লো করে ফেলি।

শুধু apps install এর জন্য নয় আরো নানা কারনে অনেক সময় । ফোন স্লো হয়ে ওঠে ।
তাই আজ এমন কিছু TIPS দিচ্ছি যা দ্বারা আপনার ফোণ টি ফাস্ট থাকবে।

১। ফোন স্লো হোওয়াড় বড় কারন হল LOW SPACE . তাই সবসময় ফোন টীকে হাল্কা পাতলা রাখার চেষ্টা করুন ।

২। মোবাঈল এর স্পেস বাচাতে মোবাইল টি প্রথমে একবার RESTORE দিন ।

৩। খুব দরকারি apps ছাড়া ওন্যান্য softwares install দিবেন না।

৪। Phone storage কে যতটুকু পারেন ফ্রি রাখার চেষ্টা করুন।

৫। settings>apps>downloaded এ গিয়ে যে APPS গুলো কে মোভ করা যায় ঐ গুলোকে SD CARD এ মোভ করে দিন । এতে ফোণ ফাষ্ট ও হবে এবং আরো বেশি applications install দিতে পারবেন ।

৬। একটার বেশি LAUNCHER INSTALL ডীবেণ না । পারলে সেট লাঞ্ছার use করেন।

৭। Opera Mini সহ সকল browser এর data clear রাখার চেষ্টা করুন।

৮। ডাউনলোডেড ফাইলস গুলো Phone storage এ না রেখে manual SD CARD এ রাখুন।

৯। সবসময় ভালো BRAND এর apps ব্যবহার করবেন । এতে ভাইরাস এর ঝুকি কম থাকে । আর ভাইরাস ও ম্যালওয়ার ফোন কে স্লো করার জন্য যথেষ্ট।

১০। ইন্টারনেটে অনেক ধরনের SOFTWARE পাবেণ যারা মোবাইল ফাষ্ট রাখার দাবি করে ,আর আমরা তাদের ধোকায় পড়ে ইচ্ছামত এসব booster apps ডাউওনলোড করি … ফলাফল মোবাইল আরো স্লো হয়ে যায়। তাই ভালো ব্র্যান্ডের একটা SPEED BOOSTER DOWNLOAD করে ইনষ্টল দিন।

তবে শুধু একটা SPEED BOOSTER দিন । এমন ধরণের antivirus বা speed booster app একটার বেশি ইনষ্টল দেয়া মানে আরো স্লো করা।

সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।

ভালো লাগলে Visit my site ®™©