আসসালামুআলাইকুম… কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন।
যাইহোক আজ অত্যন্ত গুরুত্বপূর্ন একটা পোষ্ট নিয়ে হাজির হলাম।
এন্ড্রয়েড ফোন এ অনেক সময় অনেক গুরুত্বপূর্ন তথ্য থাকে যেগুলা ব্যাকাপ রাখা জরুরী। তাছাড়া আপনি যদি এন্ড্রয়েড এর এডভান্সড ইউজার হোন এবং দুই দিন পর পর আপনার রম পরিবর্তন করেন তবে আপনার জন্য ব্যাকাপ জিনিষটা আরো জরুরী …
যাইহোক সম্পূর্ন পোষ্ট টা কে আমি দুটি ভাগে ভাগ করবো
- এন্ড্রয়েড এর স্টক রম ব্যাকাপ
- এন্ড্রয়েড এর ডাটা ব্যাকাপ
১।এন্ড্রয়েড এর স্টক রম এর ব্যাকাপঃ
মূলত কাষ্টম রম ব্যবহার এর পূর্বে আমাদের স্টক রম ব্যাকাপ রাখতে হয় ।
কাষ্টম রম সম্পর্কে যারা এখনো জানেন না নিচের পোষ্ট টা দেখুনঃ
Custom rom/কাষ্টম রম কি? এর সুবিধা কি?? কেন কাষ্টম রম দিবেন ফোনে… পর্ব-১
কাষ্টম রম সম্পর্কে করা দ্বিতীয় পোষ্ট এ দেখেয়েছি কীভাবে Cwm রিকভারী এর সাহায্যে স্টক রম ব্যাকাপ রাখবেন। সেটা পড়তে নিচের লিংক ক্লিক করুন।
Custom rom/কাষ্টম রম কি? এর সুবিধা কি?? কেন কাষ্টম রম দিবেন ফোনে… পর্ব-২
স্টক রম ব্যাকাপ এর মাধ্যমে আপনি আপনার ফোনের গ্যালারী এর ডাটা ছাড়া (গান,ছবি,ভিডিও ) সব কিছু ব্যাকাপ রাখতে পারবেন (ডাটা সহ এপ,মেসেজ, কন্টাক্ট) । গ্যালারী এর ডাটা গুলো অন্য কোন মেমোরীতে বা কম্পিউটার এ কপি করে ব্যাকাপ রাখতে পারেন।
এখন ধরুন এমন হলো যে আপনার কাছে নতুন কোন রম ভালো লাগছে। আপনি চাচ্ছেন সেই নতুন রম ব্যবহার করতে সাথে আপনার সব পুরাতন এপ ডাটা সহ সেই রম এ রাখতে । এটা করতে হলে আপনাকে নিচের ব্যাকাপ প্রসেস টা ফলো করতে হবে।
২।এন্ড্রয়েড এর ডাটা ব্যাকাপঃ
ডাটা সহ এপ ব্যাকাপ রাখতে আপনার ফোনে রুট পারমিশন লাগবে… ফোন রুট কি এবং কীভাবে করে সেটা সম্পর্কে জানতে নিচের পোষ্ট টা পড়ে নিন
রুট কি?কেন/কীভাবে রুট করবেন?
অথবা
https://trickbd.com/category/android-root
উপরের ক্যাটাগরী এর পোষ্ট গুলা দেখুন।
এই ব্যাকাপ সম্পূর্ন করার জন্য আমরা একটা পেইড এপ ব্যবহার করবো। পেইড এপ শুনে ভয় পাবেন না… এইটা আপনাদের ফ্রী তে ডাওনলোড করার ব্যবস্থা করেই দিবো।
প্রথমেই নিচ থেকে এপ টা ডাওনলোড করে ইনষ্টল করুন…
তারপর এপ টা চালু করে এপ,মেসেজ,কন্টাক্ট ব্যাকাপ রাখুন ।
আপনার SD card এ দেখবেন “SmsContactsBackup” নামক একটা ফোল্ডার তৈরী হবে… ফোল্ডার টা কম্পিউটারে অথবা অন্য কোন মেমোরীতে ব্যাকাপ করে রাখুন।
নতুন রম দেয়ার পর আবার “Super BAckup pro.apk” install করুন এবং অই ফোল্ডার থেকে সব ফাইল রিষ্টোর করুন।
ব্যাস!! এইবার রম নতুন হলেও আপনি আগের সব এপ,মেসেজ,কন্টাক্ট লীষ্ট ফেরত পাবেন 😀 😀
ভালো থাকুন এবং প্রযুক্তি তথা ট্রিকবিডি এর সাথেই থাকুন।