আশা করি সবাই ভালো আছেন
এবং
আগামিতে ভালো থাকবেন।
আমি একটু ব্যস্ত
তাই সময় মত আপনাদের কাছে
কোন কিছু
শেয়ার করতে পারি না। যাই
হোক আজ
আপনাদের মাঝে ভালো কিছু
শেয়ার করার
চেষ্টা করব।
আমরা সবাই এখন এন্ড্রুয়েড
মোবাইল
ব্যবহার করি। কারন বর্তমানে
এন্ড্রুয়েড বেশ
জনপ্রিয়। আর এমনি একটা
এন্ড্রুয়েড
মোবাইল আছে কিন্তু ইন্টারনেট
চালায় না
এমন মানুষ কম আছে। কিন্তু যদি
মেগাবাইট না
থাকে তা হলে তো নেট
চালান সম্ভব নয়। হ্যা
একটা উপায় আছে অন্যের বা
বন্ধুর
মেগাবাইট চুরি করে আপনার
এন্ড্রুয়েড
মোবাইলে নেট চালানো যায়
তা হলে কেমন
হয়। নিশ্চই ভাল হয় এবং এটা খুব
মজার
মেগাবাইট না
থাকে অন্যের মোবাইল থেকে
মেগাবাইট দিয়ে
আপনি ইন্টারনেট চালাতে
পারবেন। এ জন্য
আপনাকে দুটি এন্ড্রুয়েড
মোবাইল লাগবে।
একটি আপনার আর অন্যটি আপনার
বন্ধু বা
যে মোবাইল থেকে মেগাবাইট
চুরি করবেন।
এবার যে মোবাইলে
মেগাবাইট আছে সেটিতে
সেটিং করুন এভাবে-
Settings -এ যান
তারপর
More Settings
আথবা Wireless & Network যান
তারপর যান
Tethering and portable hotspot
তারপর portable wi-fi hotspot
টা অন করুন।
এবার সবার নিচে
Configuration লিখা আছে ওটাতে
ক্লিক
করুন
। এখানে বসান এভাবে
network SSID আপনার পছন্দ মত নাম
দিন আর Security তে WPA2 PSK আর
password এ যে কোন আটটি
সংখ্যায় দিয়ে
সেভ দিয়ে বেরিয়ে আসুন।
সব কিছু ঠিক থাকলে
Notification -এ আসবে
অবশ্যই মোবাইলে ডাটা
কানেকশন অন করেন।
আপনার মেগাবাইট কৃত
মোবাইলের কাজ
শেষ।
এখন যে মোবাইলে ইন্টারনেট
চালাবেন
সেটাতে wi-fi open করুন
। দেখবেন আপনি আগের
মোবাইলে যে
network SSID ইয়েছিলেন সেটা
শো করছে।
এ
খন ওটাতে ক্লিক করলে
password চাবে
আগের বানানো password
টা দিলে অটোমেটিক
কানেকশন পাবে।
আর কি এবার চালাতে থাকুন।
এতে আপনার
কোন মেগাবাইট লাগবে না।
এর চেয়ে ভাল নেট টিপস]