প্রথমে আমার সালাম নেবে । আশা করি সবাই ভালো আছো । কারণ TrickBD.Com eর সাথে থাকলে সবাই ভালোই থাকে। আর তোমাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম তোমাদের জন্য জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
এবার UCbrowser ব্যবহার কারিদের জন্য নিয়ে আসলাম একটা অসাধারন টিপস্ ৷ যা সহজেই তোমরা তোমাদের UCbrowser এর Theme /Brakground দিতে পারবে এবং Change করতেও পারবে ৷
প্রথমে Browser টি Open করো, তারপর নিচে ডান পাশে Home (ঘরের মতো চিন্হ টি) তে একটা ক্লিক করো ৷ দেখবে UC Theme এর একটা লিনক্ আছে ওইটাতে ক্লিক করো ৷
কি মনে হচ্ছে ? কোনটা রেখে কোনটা দেই তাইনা ৷ তারপর কি তোমার ইচ্ছামত Save করো ৷ এবং মনে আনন্দ নিয়ে নেট ব্রাউস করো ৷
টিপস্ টি ভালো লাগলে Just একটা Thanks দিতে ভুলোনা কিন্তু ৷
Monir Hossain (Khokon)