Site icon Trickbd.com

এবার একটি এন্ড্রয়েড ফোনেই দুইটি Imo অ্যাকাউন্ট ব্যবহার করুন খুব সহজেই

Unnamed

অনেক কারণেই কিছু কিছু অ্যাপ মাঝেমাঝে একই ফোনে দুইটি ব্যবহার করার প্রয়োজন হয় আমাদের।অনেকটা হোয়াটস অ্যাপ আর OG whatsapp এর মতো।কিন্তু সব অ্যাপের তো আর OG অ্যাপ নেই।সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাপ ক্লোন করে কাজটা করে থাকি।কিন্তু সোশ্যাল অ্যাপ তো আর ক্লোন হয়না সেক্ষত্রে কিছু করার ও থাকেনা! কিন্তু একটু অন্যভাবে আপনি চাইলে দুই Imo অ্যাপ ব্যবহার করে দুটিতে দুই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।যারা এখনো জানেন না Imo দিয়ে কি করে?তাহলে বলবো অডিও ভিডিও কল করার জন্য সবদিক মিলিয়ে বেস্ট অ্যাপ এই Imo!!

Imo official- Download Imo official

এবার এই অ্যাপটি ডাউনলোড করুন

ডাউনলোড করে ইন্সটল করুন।দেখবেন কোন রিপ্লেস ওয়ার্নিং ছাড়াই ইন্সটল হবে! যদিও দুইটাই ইমো।এবার অপেন করে অন্য আরেকটি সিমের নম্বর দিয়ে এটায় ও একইভাবে রেজিস্ট্রেশন করুন।!!! এবং একটি ফোনেই দুটি ইমো অ্যাকাউন্ট সচল রাখুন আর মজার লেভেল কে কয়েকগুণ বাড়িয়ে নিন।!

.

আজ এ পর্যন্তই,পরবর্তীতে নতুন কোন অ্যাপ বা টিপ্স নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আর থাকুন আমাদের সাথে।
ধন্যবাদ সবাইকে।

Exit mobile version