আশা করি সবাই ভালো আছেন। আজ
আপনাদের সাথে আমি এমন একটি অ্যান্ড্রয়েড
অ্যাপসের সাথে পরিচয় করিয়ে
দেব যা কিনা ছবি দেখে আপনার বয়স ও লিঙ্গ বলে
দেবে। আশা
করি আপনাদের ভালো লাগবে।
How Old Do I Look Camera
ছবি দেখে বয়স ও লিঙ্গ
নির্ধারনের জন্য এটি একটি
মজার অ্যাপস। অ্যাপসের
মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে
আপনি আপনার বয়স সম্পর্কে
ও আপনি পুরুষ কিংবা মহিলা সে সম্পর্কে জানতে
পারবেন খুব
সহজেই। এটি স্বয়ংক্রিয়ভাবে
অনেকটাই নির্ভুল উত্তর
প্রদান করে। অ্যাপসটি সম্পুর্ন
ফ্রি এবং এর জন্য কোন
ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন নেই আপনার
ফোনই
স্বয়ংক্রিয়ভাবে আপনার বয়স
এবং লিঙ্গ বলে দিতে সক্ষম।
অ্যাপসটির মাধ্যমে আপনার
বন্ধুদের সঠিক বয়স সম্পর্কে
করতে পারবেন।
এজন্য আপনাকে অ্যাপসটি Download This Software
ক্যামেরার মাধ্যমে যেভাবে শুরু
করবেনঃ:
১) ক্যামেরা ওপেন করুন এবং
Take Cam Shot প্রেস করুন।
২) ক্যামেরার পয়েন্টটা আপনার
বন্ধুর মুখ বরাবর রাখুন
যতক্ষন না ফ্রেম না আসে।
৩) যদি কোন ফ্রেম না আসে
তাহলে ক্যামেরার অ্যাঙ্গেল
সরিয়ে দেখতে পারেন।
৪) এবং শুটার বাটন প্রেস করুন। ছবি থেকে
যেভাবে শুরু করবেনঃ
ছবি থেকে যেভাবে শুরু করবেনঃ:
১) প্রথমে Use Your Own Photo
তে প্রেস করুন
২) উপরে কিছুটা জায়গা ছেড়ে
দিয়ে ছবিটি সুন্দর ভাবে কাটুন
যেন মুখটি মাঝখানে থাকে এবং
ফেস নির্ধারন করুন যেখানে
আপনি প্রয়োগ করতে চান।
৩) এবার সেভ বাটন প্রেস করুন। দেখবেন
অ্যাপসটি
স্বয়ংক্রিয়ভাবে আপনাকে
ফলাফল প্রদান করবে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্যঃ:
১) একটি ছবির সাহায্যে বয়স ও
২) আপনার নিজের ছবিকে
বিশ্লেষন করতে সক্ষম।
৩) আপনার বন্ধুর সঠিক বয়স
জানতে এটাই সবচেয়ে সহজ
পদ্ধতি।
৪) অ্যাপসটি অত্যান্ত নির্ভুল
ফলাফল প্রদান করে ও খুবই
মজাদার।
৫) অ্যাপসটি থেকে প্রাপ্ত
ফলাফল সহজে ফেসবুক, টুইটার
কিংবা ইমেইল এর মাধ্যমে
শেয়ার করতে পারবেন।
৬) আপনার বন্ধু কিংবা
পরিবারের সদস্যদের বয়স
নিয়ে মজা করার এটি উপযুক্ত
মাধ্যম।