Site icon Trickbd.com

একাধিক অ্যান্ড্রোয়েড ফোনের সাথে।

আপনারা নিশ্চই ইন্টারকমের নাম শুনেছেন? এর কাজ হচ্ছে স্বল্প রেঞ্জের মধ্যে যোগাযোগের ব্যবস্হা করা। আমি এখন আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি তার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রোয়েডকে Intercom বানিয়ে ফেলতে পারবেন। এর সাহায্যে আপনি Wi Fi বা Bluetooth রেঞ্জের মধ্যে থাকা যেকোনো অ্যান্ড্রোয়েড ফোনের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন কোনো ডাটা চার্জ ছাড়াই। বেশিরভাগ সময়ই এই অ্যাপ কোনো কাজে আসবেনা। কিন্তু কিছু কিছু কাজে আসবে। যেমন বিয়ের অনুষ্ঠানে, পার্টিতে বা পিকনিকে। এধরনের কাজে যোগাযোগ রাখার জন্য Intercom একটি অসাধারণ অ্যাপ। এই অ্যাপটিতে ব্লুটুথ বা ওয়াই ফাই কাজ করে। তবে ব্লুটুথ অপেক্ষা ওয়াই ফাই দ্বারা কল করা সবচেয়ে ভালো। অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

Download Intercom for Android