Site icon Trickbd.com

ফোন ব্যবহারকারীদের সহায়তায় ‘truecaller’

Unnamed

অপরিচিত বা স্ক্যামবিষয়ক কল-এর হাত থেকে ফোন ব্যবহারকারীদের রক্ষা করতে পারে ট্রুকলার (Truecaller) অ্যাপ। কারণ অ্যাপটির সাহায্যে অপরিচিত কোনো নাম্বার থেকে কল এলেও, কে কল করেছিলেন তা শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়াও ফোন ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে আরও বেশ কিছু সংখ্যক সেবাপাবেন।এক নজরে জেনে নেয়া যাক, ট্রুকলার-এর সেবাগুলো সম্পর্কে-কলার আইডি:অ্যাপটির এই সেবার মাধ্যমে জানা সম্ভব হবে কে কল করেছেন, অপরিচিতনাম্বারটি ফোনে সংরক্ষিত না থাকলেও, অ্রাপটির এই সেবা বঞ্চিত হবেন না ব্যবহারকারীরা।ব্লক কলস:এই সেবার মাধ্যমে স্প্যাম কলার এবং টেলিমার্কেটারদের নাম্বার ব্লক করে রাখা যাবে এবং ওই নাম্বারগুলোর বিষয়ে অভিযোগ করা সম্ভব হবে। ফলে অন্যান্য ট্রুকলার অ্যাপ ব্যবহারকারীরাও এ ধরনের যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।নাম্বার অ্যান্ড নেইম লুকআপ:এই সেবার সাহায্যে ট্রুকলার অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো দেশের নাম্বারের ব্যাপারে খোঁজ নিতে পারবেন। শুধু নাম্বার টাইপ করেই ব্যবহারকার জানতে পারবেন, ওটি কোন দেশের নাম্বার এবং নাম্বারটি কে ব্যবহার করছেন। এ ছাড়াও সেবাটির মাধ্যমে ‘কনট্যাক্ট রিকোয়েস্ট’ পাঠানো সম্ভব হবে। ব্যবহারকারীদের জন্য সেবাটি আরও সহজ করে দেওয়ার জন্য বিদেশের নাম্বার হলে, ট্রুকলার নিজেই কান্ট্রি কোড যোগ করে নেবে।বর্তমানে ১৫ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী ট্রুকলার অ্যাপটি ব্যবহার করছেন এবং ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত যত বাড়ছে অ্যাপটি ততোটাই সমৃদ্ধ হচ্ছে বলেই জানিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান ‘ট্রু সফটওয়্যার স্ক্যান্ডিনেভিয়া এবি’। software টি পেতে

download now
Exit mobile version