হাই আশা করি সকলেই ভালো আছেন,,,কিন্তু এই
ভালো লাগার মাত্রাকে আরও দ্বিগুন করতে আজ
আপনাদের দিব আপনাদের স্মার্টফোনের ব্যাটারী
সম্পর্কিত অজানা গুরুত্বপূর্ণ আর কার্যকরী কিছু
টিপস,,,
চলুন তাহলে শুরু করা যাক।
আমরা বর্তমানে প্রায় ৮০ ভাগ লোকই স্মার্টফোন
ব্যাবহার করে থাকি হোজ সেটা এন্ড্রয়েড কিংবা
উইন্ডোজ কিন্তু ডিভাইস একই,,,আর এই ডিভাইস টি
কেনার আগে আমরা আগে যাচাই করি স্মার্টফোন এর
ব্যাটারি ব্যাকাপ কেমন,,,বেশ ভালো ব্যাকাপ দেখেই
আমরা সেই ডিভাইসটি কিনি কিন্তু অতীব দূর্ভ্যাগ্যের
বিষয় এই যে কিছু দিন ব্যাবহারের পর মানে ৫-৬মাস
ব্যাবহারের পরেই দেখা যায় সেটির ব্যাকাপ আগের
চেয়ে অনেকাংশে কমে গেছে আবার অনেক ডিভাইসের
ব্যাটারি তো ফুলে ফেপে ঢোল,,,তাই চলুন চট করে
যেনে নেই এর প্রতিরোধে করণীয় কি,,,
১) সারা রাত ফোন চার্জে রাখবেন না,,,
আপনার ফোন চার্জ হতে বেশি সময় নেয়না ১২টায়
বসালে ৩টায় কম্পলিট,,,কিন্তু আরও ৩ঘন্টা
এই অতিরিক্ত চার্জ সার্কুলেশন করতে আপনার
ফোনের মাদারবোর্ড,ডিসপ্লে,বডি গরম হয়ে যায়
আর এই উত্তাপ পড়ে ব্যাটারি সেলের উপর
ফলাফল:ফুলে ফেপে ঢোল,,
২) অতিরিক্ত ব্যাবহার
দিনে ২৪ঘন্টা সপ্তাহে ৭দিন ফোন চালাব উইথাঊট
নো ব্রেক,,,এই অভ্যাস ঝেরে ফেলুন,,,
৩) ৩ জি অপ্রয়োজনে চালু/এনাবল করে রাখবেন না,,,
৪) ফোনের ব্রাইটনেস অলওয়েজ ফুল রাখবেন না,,
৫) সম্ভব হলে পাওয়ার সেভ মোড ব্যাবহার করুন,,,
৬) এক্সট্রা ফিচার যেমন স্যামসাং এ স্মার্ট স্টে
এইধরনের ফিচার অফ রাখুন,,,
৭) ফোনের ডে-ড্রিম ফিচারটি এনাবল থাকলে
ডিসেবল করে ফেলুন,,,
৮) একটানা গেমস,ব্রাউজিং এর মধ্যে থাকবেন না,,,
৯) ফোনের রুট এক্সেস থাকলে অনেক এপ্স একসাথে
রআআন করাবেন না এতে আপনার ফোনের উপর
প্রেসার পরে,,,
১০) রোদ আর উত্তাপ হতে যতটা সম্ভব ফোনকে
দূরে রাখুন,,,
***সকল প্রকার ব্যাটারি এপ্স থেকে দূরে থাকুন,,,এটি
আপনার যেই পরিমান শক্তি সঞ্চয় করে,,,তার সুন্দর
সুন্দর ছবি আর নোটিফিকেশন আপনার দ্বিগুণ শক্তি
উপরে যেইগুলো মানতে বললাম সেগুলো আপনার
ফোনে এনাবল আর ডিসেবল এ আপনার ডিভাইসের
পারফর্মেন্স এর আকাশ পাতাল তফাত দেখতে
পারবেন না,,,তাই ব্যাবহার করে দেখতে পারেন,,,
কমান্ড প্রমোট দিয়ে WEP,WPK ওয়াইফাই হ্যাকিং
এর কাজ করছি,,,
সফল হলেই পোস্ট করব,,,
এছাড়া আমাদের মজার+কাজের পোস্ট পেতে আমাদের
সাথেই থাকুন
ভালো কাটুক আপনার প্রতিটা দিন.