Site icon Trickbd.com

ডায়েরি লেখার যন্য সুন্দর অ্যানড্রয়েড অ্যাপ বেটার ডায়েরি

Unnamed

দৈনন্দিন জীবনে মানুষ নানা
অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকে।
অনেকে সেটা ডায়েরিতে তুলে রাখেন।
এই চর্চা পরিকল্পিত জীবনযাপনেও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখন চাইলে
স্মার্টফোনেই অনায়াসে ডায়েরি লেখা
যায়। এর জন্য আছে নানা অ্যাপ্লিকেশন।
তেমনি এক অ্যাপ্লিকেশন হল ‘বেটার
ডায়েরি’।

[u]এক নজরে অ্যাপ্লিকেশনটি ফিচার সমূহ-[/u]

১) অ্যাপ্লিকেশনটিতে রয়েছে তারিখ
অনুযায়ী লেখার সুবিধা।

২) অ্যাপটিতে পছন্দমত থিম যুক্ত করা
যাবে।

৩) কোনো লেখা শেয়ারিং করার জন্য
রয়েছে বিশেষ ফিচার।

৪) চাইলে যে কোন লেখা লক করে রাখা
যায়।

৫) অ্যাপটিতে রয়েছে টাইমলাইন
ফিচার। এতে করে লেখা সহজে দেখা
যাবে।

৬) অফলাইনে ব্যবহার করা যাবে। এর
ক্লাউড সুবিধা উপভোগ করতে হলে

ইন্টারনেট সংযোগ লাগবে।

এই ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি
ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Exit mobile version