আসসালামু আলাইকুম, আমি দিপ্ত। আজ আমি বলব কিভাবে প্লেস্টোরের পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড করবেন!!
প্রথমে আপনার যেই অ্যাপ লাগবে তা হচ্ছে
“GetApk Market”
আমি আজ আপনাদের সাথে শেয়ার
করব কিভাবে Play Store এর অধিকাংশ
(প্রায় ৮৫%) Paid Apps Free তে
ডাউনলোড করা যায় ।
প্রথমেই সফটওয়্যারটি।এবার ইন্সটল
দিন ।
থামুন আগে ওপেন করতে যাবেন না ।
এবারে Play Store এ আপনার কাঙ্খিত
Paid Apps টিতে যান । উদাহরনস্বরূপ
। যার মুল্য ৭.৮৪ডলার।
এবার নিচে এসে শেয়ার বাটন চাপুন।
Share Options এলে GetApk Market
Select করুন ।
এবার Search শুরু হল ।
দেখুন পেয়েছেন ।
Get চাপুন ।
এবারে লেটেস্ট ভার্শন
অনুযায়ী Select করুন ।
পরবর্তী পেজে SKIP THIS AD চাপুন ।
এবারে শুরু হবে ডাউনলোড ।
সবশেষে ইন্সটল করুন আর উপভোগ করুন
পেইড Apps এর মজা ।
এর পর ইন্সটল হলে ৭.৬৪$ গেমটি উপভোগ করুন।
আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন
আর টিউনটি কেমন হয়েছে জানাবেন ।
আল্লাহ হাফেজ ।
যদি ভাল লাগে তবে কমেন্টস এবং লাইক না দিলেও চলবে!কেননা আমি আপনাদের উপকার করেই সন্তুষ্ট হয়েছি।
হ্যা আরেকটি কথা যদি এই অ্যাপ টি নিয়ে কিছু না বুঝলে আমার ফেসবুক আই.ডি তে মেসেজ করতে পারেন।এছাড়া ও আমাকে কল করতে পারেন