যেভাবে ফ্ল্যাশ করবেন Custom
ROM
লক্ষ্য করুনঃ ফোনে কাস্টম রম
ফ্ল্যাশ করার পর ফোনের সব ডাটা
মুছে যাবে তাই আগেই সব ডাটা কপি
করে কোথাও রাখুন।
Custom ROM ফ্ল্যাশ করার আগে
নিচের শর্তগুলো পূরণ করুন-
১. ফোন Rooted
২. CWM Recovery ইন্সটল করা
৩. ১০০ ভাগ ফোন চার্জ
১. প্রথমে আপনার পছন্দের Custom
ROM ইন্সটল করে মেমোরী
কার্ডে রাখুন।
ও Volume up বাটন দুটি একসাথে চাপ
দিয়ে ধরে রেখে CWM Recovery
সক্রিয় করুন।
৩. Go to backup & app; restore & Go
to select backup…আপনার স্টক রম
ব্যকাআপ হয় গেল।
৪. Go to wipe data/fectory reset ও
yes চাপুন।
৫. Go to wipe cache partition ও yes
চাপুন।
৬. Go to advance & Go to wipe
delvik cache ও yes চাপুন।
৭. Go to mounts and storege & go
to select format system ও yes চাপুন।
৮. Go to install zip from sd card &
Go to;chose zip from sd card & Go
to rom select করুন ও yes চাপুন।
এবং reboot system now select
করুন,প্রথম অন হতে একটু সময়
নিবে।
১০. কাজ শেষ ।