Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েডে কানেক্ট করা কিন্তু অজানা WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে!!!!!!

আলোচনা:একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও কামের নাহ কিন্তু হ্যা আপনার সেটে যদি WIFI পাসওয়ার্ড কানেক্ট করা থাকে তাহলে সেটা বের করতে পারবেন।
.
কারণ অনেকসময় দেখা যায় আপনার ভাই বা পাশের বাসার অন্য কেউ WIFI পাসওয়ার্ড ফোনে কানেক্ট করে দিয়েছে কিন্তু যেটা আপনাকে জানাতে চান নি তাই পাসওয়ার্ড বলে দেননি!লেখাপড়া নিয়ে এরকম ব্যাপার স্যাপার ঘটে।সেক্ষত্রে আপনি এই ট্রিক ফলো করে ওয়াইফাই এর পাসওয়ার্ড টি জানতে পারবেন!! তবে এজন্য আপনাকে অবশ্যই রুটেড ইউজার হতে হবে।

.
বিস্তারিত : প্রথমেই রুট ব্রাউজ করা যায় এমন ফাইল ম্যানেজার অপেন করুন,আমি এখানে Root Explorer দিয়ে কাজটি দেখাবো।আপনি চাইলে Es File Explorer বা Xplorer ও ব্যবহার করতে পারেন।সংগ্রহে না থাকলে এখান থেকে Root Explorer Update Versionডাউনলোড করে নিন

Root Explorer Update Version.apk

Root Explorer অপেন করে Mount R/W তে ক্লিক কতুন,রুট পারমিশন গ্রান্ট দিন।এবার নিচের দিকে Data ফোল্ডারে প্রবেশ করুন।এবার নিচের দিকে দেখুন #MISC নামে একটি ফোল্ডার আছে,ওটায় প্রবেশ করুন।
.

এবার নিচের দিকে #wifi নামে একটি ফোল্ডার পাবেন,প্রবেশ করুন।নিচের দিকে দেখুন #wpa_supplicant.conf নামের একটি ফাইল আছে।এক গ্লাস পানি খেয়ে নিন কারণ ফাইল টি অপেন করলেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত #WIFI_PASSWORD টি!! ?
পুরো প্রক্রিয়া টি সহজে বুঝতে স্ক্রিনশট গুলো দেখুন।

আমি আবারো বলছি পুরো প্রক্রিয়া টা করতে আপনার ফোন ওয়াইফাই কানেক্ট অবস্থায় থাকতে হবে।

 

Post Credit: Sykot