Site icon Trickbd.com

ব্রাউজ করুন যেকোনো সাইট PC এর মত আপনার এন্ড্রয়েড ফোনে [with Mouse Scroll & Keyboard] by Riadrox

Unnamed

ব্রাউজ করুন যেকোনো সাইট PC এর মত আপনার এন্ড্রয়েড ফোনে [with Mouse Scroll & Keyboard] by Riadrox

আমাদের সবারই মাঝে মাঝেই পিসির দরকার হয়।

হয়ত এই কারনেই যে, পিসির মত সুবিধা মোবাইলে খুব বেশি পাওয়া যায় না।এই ধরুন সাইট ব্রাউজ করা।

মোবাইলে সকল সাইট ব্রাউজ করা যেমন এক ধরনের শান্তি, ঠিক তেমনি পিসি তে সাইট ব্রাউজ করা অন্য ধরনের শান্তি।

পিসিতে সুবিধা বেশি হলেও সমস্যা একটাই — বেশি খরচ।
তাই অধিকাংশ সাইট, আমরা মোবাইলে দেখার চেষ্টা করি।

Default Browser Android এ পিসির মত সাইট ব্রাউজ করা সম্ভব।

Settings>Request Desktop Site

দিলেই পিসির মত হয়ে যায়।

কিন্তু খুব স্লো হয়ে পড়ে, আবার এমবিও বেশি কাটে।

আবার Mozilla Firefox ও অনেকে ইউস করে।
এটা আবার এমবি খায় প্রচুর।

ওহ! আমি যে কথা বলছিলাম। প্রায় পিসির মত, মানে সম্পূর্ন না হলেও খুব কাছিকাছি সাইট ব্রাউজ করতে হলে আপনাদের অবশ্যই Puffin Web Browser Pro চালাতে হবে।


প্রশ্নঃ কেন এই Browser ই কেন?

কেন তা তো উপরে বললাম। তাছাড়াও আরও একটা কারন আছে,

খুব দ্রুত সাইট ব্রাউজ করতে পারবেন।

এই ধরুন Facebook পিসি স্টাইলে ব্রাউজ করতে চান।

Facebook এর Homepage লোড হতে,

ডিফল্ট ব্রাউজার নিবে ২০ সেকেন্ড।
Puffin Web Browser এ ৫-১০ সেকেন্ড।

অবিশ্বাস্য!!!!

Image ও লোড হয় তাড়াতাড়ি।

Flash Support

** পিসির মত ফ্লাস গেইমস ব্রাউজারেই খেলতে পারবেন।

** Google এ Flash Games Online লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন কোটি কোটি।

** ফ্লাস ভিডিও ও ইউটিউব ভিডিও একদমই পিসির মত দেখতে পারবেন।

** Online Logo Maker / Photo Editor / Odesk সব করতে পারবেন।

এসব করার জন্য আপনার ফোনে আগে থেকে Flash Player Plugin থাকতে হবে।

না থাকলে ডাউনলোড করে নিন।


কিবোর্ড ও মাউসের মজা??

ব্রাউজার ডাউনলোড করে ইনস্টল দিন।
এরপর ওপেন করলে দেখবেন নিচে Transparent মাউস আর কিবোর্ড দেখবেন।

মাউসের আইকনে ক্লিক করে স্লাইড করতে থাকুন আসল মাউসের মত।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox