এ্যান্ড্রয়েড হতে ডিলিট হওয়া ফাইল কিভাবে উদ্ধার করবেন সেটি এখন জেনে নিন। এই ডিলিট হয়ে যাওয়া সকল ফাইল কম্পিউটারের রিসাইকেল বিন-এর মতো করেই উদ্ধার করা যাবে।
প্রথমে আপনাকে এ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। (ডাউনলোড লিংকটি নীচে দেওয়া হলো) এবার এ্যাপসটি ইন্সটল হলে ওপেন করুন। এখন নেক্স বাটনে চাপুন। তারপর অপেক্ষা করতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন একটি ফাঁকা বক্স এসেছে। এখন আপনার কাজ শেষ। এরপর থেকে যখনই কিছু ডিলিট করবেন তখনই সেই ফাইলটি চলে আসবে এই বক্সের মধ্যে। তখন আপনার ভুল করে ডিলিট করা ফাইলগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। আবার ইচ্ছে করলে সেই ফাইলটি পুরোপুরি ডিলিটও করতে পারবেন। অনেকটা কম্পিউটারের মধ্যে রিসাইকেল বিন এর মতোই কাজ করে।
এ্যাপসটি ডাউনলোড করে নিন নিছের লিংক থেকে…
File Name: Dumpster-Recycle Bin 1.1.117.5427 for Android – Download
Click Here To Download
Find Me On Facebook