Site icon Trickbd.com

স্মার্টফোনের যে ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে

Unnamed

দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করছে সনি। বর্তমানে স্মার্টফোনের যে সব ব্যাটারি বাজারে রয়েছে তার চেয়ে ৪০ শতাংশ শক্তিশালী ব্যাটারি ২০২০ সালের মধ্যে বাজারে আনবে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। বর্তমানে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে স্মার্টফোনে নানা ফিচার থাকে যা ব্যবহার করা ব্যবহারকারীর জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু এ ধরনের ফিচারগুলোর জন্য ভালো মানের ডিসপ্লে ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন। কিন্তু এই দুটি কাজেই সবচেয়ে বেশি খরচ হয় স্মার্টফোনের ব্যাটারি। বর্তমানে বাজারে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি যাতে অধিক চার্জ ধরে রাখা যায় না। স্মার্টফোনের আকার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির আকারও বাড়ছে। কিন্তু এতে স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ রাখা সম্ভব নয়।

এই ব্যাটারিতে ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন হয়। স্মার্টফোনের জন্য ব্যাটারি সমস্যা সমাধানে লিথিয়াম আয়নের পরিবর্তে লিথিয়াম-সালফার ও ম্যাগনেশিয়াম-সালফারের ব্যাটারি নিয়ে কাজ শুরু করেছে সনি। এতে ছোট আকারের ব্যাটারিতেও অধিক চার্জ ধরে রাখা যাবে। ২০২০ সাল নাগাদ এ ব্যাটারি বাজারে ছাড়তে পারে সনি। এ ধরনের ব্যাটারি বাজারে আসতে দেরি হওয়ার কারণ হিসেবে সনি জানিয়েছে, পরীক্ষাগারের বাইরে ব্যাটারি তৈরির রসায়ন কাজে লাগানো খুবই জটিল।

কারণ লিথিয়াম সালফারের ব্যাটারি উত্তপ্ত হয়ে আগুন লেগে যেতে পারে। স্মার্টফোনের জন্য লিথিয়াম আয়নের পরিবর্তে অন্য ব্যাটারি প্রযুক্তি উদ্ভাবনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান লিথিয়াম আয়নের বিকল্প ব্যাটারি উদ্ভাবনের দাবি করেছে। তবে সনির মতো কোনো নামকরা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন নতুন ব্যাটারি তৈরির কথা শোনা যায় তখন সে কথার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়।

প্রথম প্রকাশিত হয়ঃ HamWap.Com