Site icon Trickbd.com

একটি ভিডিও প্লেয়ারে একসাথে চারটি ভিডিও প্লে করুন

আলোচনা:কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালই আছি।ইতিমধ্যেই আমরা অনেক ধরনের ভিডিও প্লেয়ার এর সাথে পরিচিত হয়েছি।এন্ড এ কথা সবাই মানি যে এন্ড্রয়েডে যেকোনো ফরম্যাটের ভিডিও প্লে করার সেরা অ্যাপ হচ্ছে MX Player। কিন্তু আজ আমি আপনাদের জন্য নতুন চমকপ্রদ এক ভিডিও প্লেয়ার উপস্থাপন করছি।এই অ্যাপ টি মূলত Sony xperia z4 থেকে এসেছে।এবং নামের সাথে কাজেও শতভাগ মিল, মানে Z4=4 টি ভিডিও কিন্তু একটি প্লেয়ার

অ্যাপ পরিচিতি:-
অ্যাপের নাম:X4 player.apk
⏩অ্যাপের ভারসন:1.2
⏩অ্যাপ ক্যাটাগরি:Video Player
⏩সাইজ:

ডাউনলোড লিংক:  এখানে ক্লিক করে ডাউনলোড করুন

 

ব্যবহার :

অ্যাপটি ইন্সটল করে অপেন করুন।অপেন হলে মাঝখানে ক্লিক করুন,সকল ভিডিও একসাথে হতে একটু লোডিং হবে।লোডিং শেষে সেখান হতে আপনি যেকোন চারটি ভিডিও সিলেক্ট করুন।হ্যা এটি দ্বারা আপনি মূলত একসাথে চারটি ভিডিও প্লে করতে পারবেন নিচের দেখানো ছবির মতো।এবং প্রতিটি ভিডিও ইচ্ছামত কাস্টমাইজড করতে পারবেন মানে একটার সাউন্ড অফ করে রাখলেন বাকি তিনটা চললো,বা ইচ্ছামত পুশ করে রাখতে পারবেন।এছাড়া আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি এই টাইপের ঈ অন্যতম সেরা ভিডিও প্লেয়ার PlayerX এর লেটেস্ট ভার্সন।


টিউনটি ভাল লাগলে লাইক,টিউমেন্ট করে আপনার মুল্যবান টিউমেন্ট জানাবেন।
কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ।

Stay with Trickbd