আমরা ৮০% লোকই এনড্রয়েড মোবাইল বা ট্যাব ব্যবহার করি। থ্রিজি এর বৌদলতে আমাদের সবকিছু হাতের মুঠোয়। হাজার হাজার অ্যাপস্ এর দুনিয়ায় মোবাইলে টিভি দেখার অ্যাপস্ ও কম নয়। কিন্তু অনেকগুলো অ্যাপস্ পর্যবেক্ষন করে দেখাগেছে এর ৯৯ ভাগই কাজ করে না। এবং আপনি প্রতারিত হচ্ছেন।
এই আমার কথাই ধরুন।আমি শতেক খানেক অ্যাপস্ ব্যবহার করেছি। কিন্তু চাহিদা মেটাতে পারি নাই। অবশেষে এই অ্যাপস্ টি পেলাম। এবং এটা পেয়ে আমি সবগুলো চ্যানেল চালিয়ে পর্যবেক্ষন করেছি। বিশ্বাস করুন আমি এবার পরিতৃপ্ত। তাই ভাবলাম সবাইকে শেয়ার করি।
এটা গুগল প্লে স্টোর বা মবোজেনি তে নাই। সার্চ করে দেখেছি। পাইনা। তাই আমাকেই আপলোড করতে হলো।
App ডাউনলোড লিংকঃ
আশা করি এপটি আপনাদের ভাল লাগবে। কোন সমস্যা হলে অব্শ্যই টিউনমেন্ট করবেন। ভাল লাগলে টিউনটি শেয়ার করবেন। ভাল থাকবেন।