টাইটেল দেখে বুঝে গেছেন যে আজ আমি কিরকম এপস আপনাদের জন্য নিয়ে আসলামমাত্র 707 kb এপসটির সাইজ।
নিচ থেকে নামিয়ে নিন App টি।
দেখে নিন এর সুবিধাগুলো
আপনি আপনার ফোনের সামন ও পেছন দুটো কেমেরাই ব্যবহার করতেপারবেন।
আপনার স্কিন অফ থাকলেও ভিডিও চালু থাকবে।
আপনি ইচ্ছে করলে ভিডিওহওয়ার সময় status bar এ Video Recoding এর চিহ্ন রাখতে পারেন আবার নাও রাখতে পারেন।
ভিডিও parth মানে Recoding ভিডিও কোন ফোল্ডারে থাকবে তা Change করতেপারবেন।
ভিডিও কোয়ালিটি change করতে পারবেন। এবার দেখে নিন এর ফিচারগুলো:-
1.প্রথমে Apps টি Download করে নিন
3.এবার Apps টি Install দিন এবং ওপেন করে OK,Close it দিন।
4.এখন আপনি আপনার Menu তে যান।
5.HVC Setting থেকে সেটিংস করে নিন।
6.প্রথমেই বলেছিলাম, আপনি ইচ্ছা করলেই ফন্ট ক্যামেরা এবং ব্যাকCameraChange করতে পারবেন,ভিডিও কোয়ালিটি
Change করতে পারবেন, ভিডিও parth ও Change করতে পারবেন, Hide Notification Bar থেকে Notification হাইড করতে পারবেন। এবার এগুলো ঠিক করে নিন HVC Setting থেকে।
7.Recoding Quality থেকে ভিডিও Quality change করতে পারেন
আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।