আপনাদের প্রচুর অনুরোধে এবং প্রথম পর্বে ব্যাপক সাড়া পাবার পর আজ 2য় পর্ব নিয়ে হাজির হলাম। 🙂
টাইটেল দেখে যাদের বিশ্বাস হচ্ছেনা বা যারা প্রথম পর্বটি দেখেননি তারা এখানে ক্লিক করুন।
প্রথম পর্বের কমেন্টগুলো দেখলে আপনিই বুঝতে পারবেন যে অ্যাপটি 100% Working, এবং আমার সব কথা সত্য।
আরেকটা কথা, পোস্টটি কাজে লাগাতে হলে আমার প্রতিটি কথা বিশ্বাস করতে হবে। তা না হলে পরে পস্তাবেন।
## আগের পর্বেই বলেছি এই অ্যাপ দিয়ে আপনি দেশ বিদেশের যেকোন নাম্বারে ফ্রি আনলিমিটেড কথা বলতে পারবেন কোন টাকা বা এমবি ছাড়াই। 😀
## তারচেয়ে বড় সুবিধা হলো অ্যাপটির মাধ্যমে আপনি নিজের নাম্বার হাইড করে পৃথিবীর যেকোন দেশের যেকোন নাম্বার ব্যবহার করতে পারেন। যেটা সবার কাছে স্বপ্ন।
## আরেকটি কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এটির মাধ্যমে আপনি টাকা ইনকাম করে সেটা পেপাল একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন ।
অবাক হওয়ার কিছুই নেই।
এবার কাজের কথায় আসি। 🙂
আমি যেভাবে বলব সেভাবে না করলে কাজ হবেনা। এবং পরে পস্তাবেন।কাজের ধারাঃ
## প্রথমে
এই লিংক থেকে (play store থেকে)
অথবা ডাইরেক্ট ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন (BDUpload লিংক)
## এবার ইন্সটল করুন। অ্যাপটি ওপেন করে Log In With Facebook সিলেক্ট করুন। ভয় নেই এটা কোন ফিশিং না। বেশি ভয় করলে ফেইক আইডি দিয়ে লগিন করুন।
## আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করুন। (ভেরিফিকেশন এর জন্য একটা কল আসবে এবং ওরা 4 সংখ্যার একটি পিন বলবে ওটা দিয়ে ভেরিফাই করতে হবে। )
## ভেরিফাই হয়ে গেলে একটি Coupon Code চাইবে ওখানে নিচের কোডটা কপি করে দিন ↓↓
miZ
(এখানে ছোটহাতের m , ছোট হাতের i এবং বড় হাতের Z দিন। এভাবে miZ )
এটা দিলে আপনি ততক্ষণাত 77+77 = 154 টাকা / 2 $ পেয়ে যাবেন । কারণ এটা Promo কুপন কোড।
Yupicall একাউন্টে কিভাবে টাকা আয় করবেনঃ
## আপনি রেফারেলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু তা খুব সামান্য। আবার আপনারা টাকা আয় করার জন্য ট্রিকবিডিতে কমেন্টে, পোস্টে রেফারেল লিংক দিয়ে স্পাম করে ভরে তুলবেন। যার জন্য পরে আমাকেই দায়ী হতে হবে। তাই ওই পদ্ধতিটা বললাম না। ওটা দিয়ে মাত্র কয়েকমিনিট কথা বলতে পারবেন। আর টাকা ইনকাম করতে করতে আপনি বুড়ো হয়ে যাবেন। আবার আপনাকে গোল্ড মেম্বারও হতে হবে। অনেক ঝামেলা।
তাহলে উপায়?? উপায় আছে! অ্যাপটার টাকা হ্যাক করতে হবে। আমি Hack App Data দিয়ে ট্রাই করেছিলাম। বাট কাজ হয়না। এখন আমি অন্য পদ্ধতিতে হ্যাকিংয়ের চেষ্টা করছি। দোয়া করবেন যাতে সফল হই। সফল হলে শেয়ার করব।
## অ্যাপটার ফাংশন অনেক জটিল। কিছু কিছু অপশন বর্তমানে টেম্পোরারি ডিজেবল্ড আছে যেমনঃ উপার্জিত টাকা পেপাল বা ব্যাংক একাউন্টে ট্রান্সফার।
এটা কিছুদিনের মধ্যেই চালু হবে তখন আপনাদের দেখাবো।
## অ্যাপটি একদম নতুন। আপনি গুগলে সার্চ করলে এর সম্পর্কে তেমন কিছু পাবেননা।
আমি অ্যাপটি নিয়ে গবেষনা করতেছি। সফল হলে শীঘ্রই আপনাদের সামনে শেয়ার করব।
## নিচে কিছু স্ক্রিনশট দিলামঃ
এপটি ওপেন করলে নিচের মত অপশন পাবেন।
.
আমার রিসেলার আইডির ব্যালেন্সঃ
##
আজ এপর্যন্তই। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। 🙂
কোন সমস্যায় ফেসবুকে আমি
এত কষ্ট করে লিখলাম, একট থ্যাংকস দিলে খুব খুশি হতাম। 🙂