Site icon Trickbd.com

এবার আপনিও পারবেন ফটোশপ ছাড়া Android ফোন দিয়ে আপনার ছবিতে স্টাইলিস্ট করতে

Unnamed

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিওআপনাদের দোয়ায় আল্লাহর রহমতেভালো আছি।আমরা অনেকে ছবির মধ্যেলিখতে ফটোশপ ব্যবহার করি, একদিনআমার কাছে এক ভাইয়া বললভাই আপনার কাছে কি এই রকম কোনApps আছে যা দিয়ে ছবির মধ্যে লেখাযায়, আমি বললাম খুজে দেখবো কালকেদেখি শেয়ার করা যায় কিনা অবশেষে খুঁজে পেলামসুন্দর ২টি Apps যা দিয়ে নিজেরফটোতে সুন্দর ভাবে লেখা যায় এবংছবিকে বিভিন্ন ভাবে ঘুরানো।বর্ডারদেওয়া ইত্যাদি এই Apps দিয়ে করা যায়।এবং কি অনেক ধরনের ফন্ট আছে যাচেঞ্জ করা যায়, কালার/ব্যাকগ্রাউন্ডইত্যাদি এই Apps ২টি দিয়ে দেওয়া যায়।

১.অ্যাপস এখান থেকে ডাউনলোড করুন
Apps টি ইন্সটল করে চালু করুন।তারপর নিচে দেখানো মত আইকনেক্লিক করে Load new image fromdeviceবাটনে ক্লিক করে আপনার ছবি নিন,এবার Pencil আইকনে ক্লিক করুন। AddTextবাটনে আপনার পছন্দের লেখা লিখুন।Align: লেখাটি কোন দিকে থাকবেসিলেক্ট করুন, সবশেষ Done দিয়ে বেরহয়ে আসুন।