Site icon Trickbd.com

নিয়ে নিন ফেসবুক ফ্রেন্ডদের সাথে অডিও এবং ভিডিও কথা বলার জন্যে Android সফটওয়্যার… Awesome App

Unnamed

আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে অডিও এবং ভিডিও কথা বলতে পারবেন। আমার মনে হয় অনেকেই এই ধরণের সফটওয়্যার খুজচ্ছেন অনেক দিন ধরে তাই তাদের জন্যেই এই স্পেশাল পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবেই। সফটওয়্যারটির নাম হল ” Rounds “। এই Android সফটওয়্যার এর মাধ্যমে খুব ভালোভাবে অডিও এবং ভিডিও কথা বলা যায়। তাই আশা করছি আজ থেকে আপনার ফেসবুক ব্যবহারের সাথে নতুন মাত্রা যোগ হবে। এটি ব্যবহার করাও তেমন জটিল না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল দিবেন আর আপনার ফেসবুক সফটওয়্যারটিতে আপনার ID লগ ইন করা থাকলেই হবে। তারপর এই সফটওয়্যারটি আপনাআপনি আপনার ফেসবুক ফ্রেন্ডের এই সফটওয়্যারটিতে অ্যাড করে নিবে।

এই সফটওয়্যারটির সাইজও ছোট তাই ডাউনলোড করার জন্যে ভয় নাই।
Size 2.55 mb
Download