পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের সহায়ক মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি প্রতিযোগিতা শেষ হলো । ঢাকায় রোববার শুরু হয় এ প্রতিযোগিতা।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই ‘ইলেকশন হ্যাকাথন’ নামের প্রতিযোগিতার আয়োজন করে ওয়েব পোর্টাল হাইফাই পাবলিক, এশিয়া ফাউন্ডেশন, ড্যানিডা, সিডা ও ইউকে এইড। রাজধানীর একটি হোটেলে চলে এই প্রতিযোগিতা।
হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে হাইফাই পাবলিক ডটকমের সম্পাদক কুতুব উদ্দিন বলেন, বিনা মূল্যে মোবাইল ও ওয়েব অ্যাপের সুবিধা সব ভোটারের কাছে পৌঁছে দিতে এ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ইলেকশন হ্যাকাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা পৌর নির্বাচনে ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ তৈরি করেন। একক ও দলীয়ভাবে ১০০ জন শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সদস্যরা এতে অংশ নেন।