[Mega Post] [Noroot] Double Tap করে স্ক্রিন অফ করার কথা নিশ্চয় শুনেছেন, এবার Double Tap করেই স্ক্রিন অন করুন আর পাওয়ার বাটনকে বাঁচান সম্পূর্নভাবে।
,
,
,
,
,
,
Introduction
## আমরা প্রায়ই আমাদের প্রিয় ফোনটির স্ক্রিন অন করার জন্য পাওয়ার বাটন এ ক্লিক করে থাকি।
## দিনে অন্তত ২০-১০০ বার ঐ বাটনে ক্লিক পড়বেই। যার কারনে ঐ বাটনে অতিরিক্ত চাপ পড়ে নষ্ট হতে পারে।
প্রমানঃ দিনে ধরুন আপনি ঐ বাটনে ৫০ বার ক্লিক করেন। মাসে ৫০x৩০=১৫০০। ১ বছরে ১৫০০x১২=১৮০০০ বার।
এবার আপনাকে একটি বাটন দিয়ে বলব ১৮০০০ বার ক্লিক করেন।
গোটা ব্যাপারটাই সম্ভাবনার উপর হয়ত। ১৫০০০ এ গিয়েই নষ্ট হল অথবা ২০০০০ হয়ে যাচ্ছে তাও নষ্ট হচ্ছে না।
## কেউ কেউ সারাদিন অনেক চেষ্টা করে বাটনটিকে বাঁচানোর।
## আবার কেউ স্ক্রিন অফ এর জন্য আলাদা এপস ইউস করে কিন্তু স্ক্রিন অন করার জন্য ঐ বাটনে চাপ দেওয়াই লাগে।
,
,
,
,
,
,
,
,
তাই আজ আপনাদের দেখাব কিভাবে ডাবল ট্যাপ করেই স্ক্রিন অফ বা অন করা যায়। আর মজার বিষয় এতে কোনো রুট লাগে না।
কীভাবে কী করবেন?
## Knockon Pro ডাউনলোড করুন।
## ওপেন করে Start the App দিন।
## Activate এ ক্লিক করুন।
## নিচের চিত্রের মতসেটিংস এ যান এবং Wake on tap এ টিক দিন।
## Show on notification এ টিক দিন।
## কাজ শেষ। এবার ফোনের Home এ যান এবং দুইবার ট্যাপ করুন।
## স্ক্রিন অন করতে পুনরায় দুইবার ট্যাপ করুন।
,
,
,
,
,
,
,
,
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
******
Credit: Riadrox
FB/myself.riadrox