Site icon Trickbd.com

এখন আপনি সারারাত নেট ইউজ করবেন, ছবি দেখবেন, আরো অন্যান্য কাজ করবেন তবুও আপনার চোখ জ্বলবে না। মাত্র ১.৭ মেগাবাইটের এপ্স দিয়ে।

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন। আশা করি ভালো আছেন।

কথা বাড়ানোর দরকার নেই,
কাজের কথায় আসি….
বর্তমানে আমরা সবাই এন্ড্রয়েড ফোন চালাই।
কিন্তু আমরা আমাদের প্রয়োজনে অনেক রাত পর্যন্ত মোবাইলে নেট ইউজ করি, কেউ বা আবার ছবি দেখি, অনেকে গেইম খেলি……
আরো অনেক কিছুই করি,
কিন্তু কাজ করায় কোনো সমস্যা নেই। যার যার মতো সে সে এন্ড্রয়েড দিয়ে নানান কাজ করি …কিন্তু সমস্যা হলো চোখে, কারন আমরা জানি অনেক রাত জেগে থাকলে এমনিতেই চোখ জ্বলে, তার উপর আবার স্ক্রিনের আলো চোখ তো জ্বলবেই।
তাই আমি নিয়ে এসেছি আপনার জন্য এমন একটি এন্ড্রয়েড এপ্স।
যা ব্যবহার করলে আপনি চোখ জ্বলা থেকে মুক্ত থাকবেন।

Software Details:


Name:Eye Protector
Size:1.7MB
Version:all android version support
Click Here To Download