Hello World!
কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের এই পোস্টে আমি এমন একটি Application এর কথা বলবো যার মাধ্যমে আপনি Instagram এর সকল ফিচারস এর পাশাপাশি আরো বহু Extra Features ও পেয়ে যাবেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
এর জন্যে আমাদের যা যা দরকার পড়বে :
১) একটি Android Device
২) একটি App যার নাম : Instander
App Link : Instander
App টি সম্পর্কে এবার কিছু তথ্য :
(১) এই App টি Instagram এর মতোই এর Modded Version বলতে পারেন। অনেকটা YouTube Vanced/Revanced এর মতো
(২) এতে আছে Instant Download Feature. নিচের ছবিতে দেখতে পাবেন
(৩) এতে নেই কোনো Ads! হ্যাঁ, এই app টি youtube vanced এর মতোই ad free!
(৪) পাবেন Instander Menu যার মাধ্যমে আপনি direct link to file এ share করতে পারবেন এবং copy direct link to file করতে পারবেন।
(৫) Instander Settings এ গেলে আরো অনেক Features পাবেন।
যেমন :
? Downloads : এখানে আপনি ইচ্ছামতো যেকোনো ফোল্ডারে ডাউনলোড সুবিধা তো পাবেনই তার সাথে পাবেন Username অনুযায়ী আলাদা ফোল্ডারে ডাউনলোড এর সুবিধা।
? Privacy : Ads Disable করা, Analytics Disable করার মতো Feature গুলো এখানে রয়েছে।
? Ghost Mode : Chat করার সময় Mark as read কে off করে দিতে পারবেন। মানে অপরজন ব্যক্তি আপনি যে seen করেছেন এটা বুঝতে পারবে না।
? এছাড়াও আপনি যে টাইপিং করছেন সেটাও যদি না চান দেখুক অপর ব্যক্তি তবে সেটাও করতে পারবেন।
? আপনি কারো স্টোরি দেখে ফেললে সেটা অপর ব্যক্তি যেন না বুঝতে পারে সে ব্যবস্থাও এখানে রয়েছে।
? Anonymously Live Streaming সুবিধাও রয়েছে।
? Quality Improvements :
? Story Quality Improve করতে পারবেন।
? Reels Quality Improve করতে পারবেন।
? IGTV Quality Improve করতে পারবেন।
? Photo Quality Improve করতে পারবেন।
? Photo Max Quality Improve করতে পারবেন। কেননা Instagram আসলে ছবি Compress করে quality কমায় ফেলে। এই ফিচারের মাধ্যমে সেটাকে disable করে Original Quality তে নিয়ে যেতে পারবেন।
? Gestures : এখানে আছে swipe to navigate feature সহ video scrubber & double tap feature যা আপনি চাইলে disable ও করতে পারবেন।
? Feed & Stories :
? যাদের android 12 এর উপরের version এর device রয়েছে তারা monet theme ব্যবহার করতে পারবেন।
? Auto Play Videos Feature রয়েছে যা disable/enable দুটোই করতে পারবেন।
? Suggested Friends Feature টি disable করতে পারবেন।
? Disable করতে পারবেন story flipping
? 60 second stories enable/disable করতে পারবেন।
? in app browser কে enable/disable করতে পারবেন।
? indicator “follows you” feature টিকে enable/disable করতে পারবেন।
? Comments এর জন্যে আলাদা মানে additional menu ও রয়েছে এখানে।
এছাড়াও রয়েছে Developer Mode সহ আরো অনেক Features!
some screenshots of the app :
কিছু কথা : কেউ যদি Original Id হারানোর ভয় পেয়ে থাকেন তাহলে Log in করবেন না। আমি আমার real original id ই log in করে আছি। এখনো কোনো সমস্যার সম্মূখীন হইনি।
এই App টি বহু দিন (বছর) ধরে আছে এবং এটি অনেক জনপ্রিয় একটি এপ। আপনার ইচ্ছা হলে ডাউনলোড করে চালাতে পারেন।
আমি কোনো অসুবিধা পাইনি এখন পর্যন্ত। আপনি চাইলে duplicate id দিয়ে log in করে দেখতে পারেন সন্দেহ থাকলে।
সতর্কতা ঃ আপনার কাছে যদি আসল ইন্সটাগ্রাম এপটি থাকে তাহলে সেটির সাথে এটি ব্যবহার করতে চাইলে ক্লোন এপটি ডাউনলোড করবেন। আর তা না চাইলে আসল এপটি আনইন্সটল করে এটির অরিজিনাল এপটি ইন্সটল করবেন তাহলে কোনো সমস্যা হবে না।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….