Site icon Trickbd.com

[Mega Post][Tutorial] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটারে মাইক্রোফোন (microphone) হিসেবে ব্যবহার করবেন? – by Riadrox

Unnamed

[Mega Post][Tutorial] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটারে মাইক্রোফোন (microphone) হিসেবে ব্যবহার করবেন? – by Riadrox

Introduction

## কম্পিউটারে বিভিন্ন কাজে মাইক্রোফোন লাগতেই পারে।যেমন ধরুন, স্কাইপিতে চ্যাটিং করা, অনলাইনে কথা বলা, Voice Recording
আরও অনেক।

## কিন্তু আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে যদি বিল্ট ইন মাইক্রোফোন না থাকে?

বা, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে।

বা, ঐ মুহুর্তে টাকা নেই নতুন কেনার।

## আজ আমি যে ট্রিক টা দিব তার মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ফোনকে পিসির মাইক্রোফোন(Microphone) হিসেবে কাজে লাগাতে পারবেন।

## আপনার কাছে তিনটি অপশন আছে।
ডাটা(USB) কেবল দিয়ে,

ব্লুটুথ অথবা ওয়াইফাই। আজ আমি একসাথে তিনটির পদ্ধতি তুলে ধরব।

## পোস্ট টি কোথাও করা হয়নি, ঐজন্য করলাম।

যা যা লাগবেঃ

** আপনার ফোনের জন্য ছোট্ট এই এপস WO Mic

** পিসির জন্য ড্রাইভার WO MicDriver Pc

( ড্রাইভার ডাউনলোড করেই ইনস্টল দিবেন। আর ইনস্টল দেয়ার সময় যেন পিসিতে নেট কানেকশন অন থাকে)

** সেটাপ ফাইল WO Mic Client Setup

কার্যপদ্ধতিঃ (ডাটা কেবল)

## যদি আপনি ডাটাকেবলের মাধ্যমে কাজগুলো করতে চান তবে নিচের নিয়মগুলো মেনে চলুন।

১) আপনার ফোনে WO Mic এপটা ইনস্টল দিন।

২) ওপেন করে Settings >> Transport এ গিয়ে USB সিলেক্ট করুন।

3) এরপর ফোনের সেটিংস >> Developer Options >> USB Debugging On করুন।

৪)এরপর এপের মেইন মেনুতে গিয়ে Start এ ক্লিক করুন।

৫) পিসিতে ডাটাকেবল লাগান আর ফোনের সাথে কানেক্ট করুন

৬) এবার WO Mic Client Program ওপেন করুন এবং Connection এ গিয়ে Connect করুন এবং USB সিলেক্ট করুন।

## কিছুক্ষন অপেক্ষা করুন। কানেক্ট হয়ে গেলেই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফোন মাইক্রোফোন হিসেবে।

,
,
,
,
,
,
,
,
,

কার্যপদ্ধতিঃ (ব্লুটুথ – Bluetooth)

১) আপনার ফোনে WO Mic এপটা ইনস্টল দিন।

২) ওপেন করে Settings >> Transport এ গিয়ে Bluetooth সিলেক্ট করুন।

৩) এবার আপনার ফোনের ব্লুটুথ অন করে পিসির ব্লুটুথ পেয়ার করুন।

৪) এপে এ গিয়ে Start ক্লিক করুন ও পিসিতে WO Mic Client ওপেন করে Connection এ গিয়ে Connect করুন এবং Bluetooth সিলেক্ট করুন।

,
,

,
,
,


কার্যপদ্ধতিঃ (Wifi)

### ঐ একই নিয়ম। আপনার ফোনের ওয়াইফাই এর সাথে পিসিরটা কানেক্ট করবেন।

## তবে ওয়াইফাই আইপি এড্রেসটা ফোন থেকে নিয়ে পিসিতে কপি করবেন।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

আমার সব পোস্টের ব্যাকআপ পাবেন -RoxTrick এ

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/riadbook

Exit mobile version