আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আবার একটা নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আজকের টপিক মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download চলুন শুরু করা যাক।

ছবি তুলতে কার না ভালো লাগে, আর ছবি হয়ে ওঠে প্রত্যেক মানুষের প্রিয়, আরে প্রিয় ছবিটি যখন ডিলিট হয়ে যায় কোন কারণবশত, তখন খুবই খারাপ লাগে আর এজন্যই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেটা কিভাবে ব্যাকআপ দিবেন বা রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন।

আজকে আপনাদের ডিলিট হওয়া ফটো Backup বা Recovery করার দুইটি কার্যকরি উপায় দেখাবো।

প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ ওপেন কাজ নাও করতে পার, আবার কিছু কিছু তথ্য চুরিও করে নিতে পারি, তবে আজকে আপনাদের একটা অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।

১ম উপায়।

এই অ্যাপটি খুবই কার্যকরী একটি অ্যাপ, চলুন দেখে নেওয়া যাক কিভাবে হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও ফিরিয়ে আনবেন বার রিকভারি করবে।

প্রথমে নিচের এপটি ডাউনলোড করুন। এটি Pro version.

DiskDigger Apk Play Store Link

তারপর নিচের মতো দেখবেন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

 

ডাউনলোড হয়ে গেলে নিচের মতো দেখবেন। App টি Open করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

 

যে ফটো গুলি ডিলিট হয়েছিল এবং আপনার ফোনে যে ফটো গুলি আছে সব দেখতে পারবেন। তারপর সিলেক্ট করে Recovery ক্লিক করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

নিচের মতো করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো করুন। যাদের ফোনে Use This Folder ক্লিক করতে ব্যর্থ হবেন, তারা নিচের মতো করুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো নাম দিয়ে খুলুন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

তারপর নিচের মতো

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download,

দেখুন Recovery Successful.

ব্যাস! এই ভাবেই আপনার হারিয়ে যাওয়া ফটোটি ফিরে পেতে পারেন, এই এপটি অনেক কার্যকরি একটি এপ।

২য় উপায়।

জীবনের নানা মুহূর্তের সব স্মৃতি থাকে আমাদের মোবাইল ফোনে। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত আমাদের ফোনের ছবিগুলো ডিলিট হয়ে যেতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই কিছু অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে ভুলে কিছু প্রয়োজনীয় ছবি আমরা ডিলিট করে ফেলি।

ডিলিট করার পর হয়তো ছবিগুলো আবার প্রয়োজন হতে পারে। কিন্তু, সেগুলো ফিরে পাবেন কীভাবে?

তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়।

আপনার ফোনের Google Photos Apps Backup অপশনটি চালু থাকলে ডিলিট হওয়া ছবি খুব সহজেই ফিরে পেতে পারেন।

গুগল ফটোস অ্যাপের মাধ্যমে ছবি পুনরুদ্ধারের উপায়:

গুগল ফটোস অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনে ক্লিক করুন। এরপর ট্রাশ ফোল্ডার অপশনে ক্লিক করলেই আপনার ডিলিট হওয়া ছবিগুলো দেখতে পাবেন।

যে ছবিগুলো ফিরে পেতে চান সেগুলো নির্বাচন করে ‘রিস্টোর’ অপশনে ক্লিক করলেই আপনার photos গুলো আবার দেখতে পারবেন ফোনের Gallery তে ফিরে পাবেন।

এ ছাড়া, আরেকটি পদ্ধতিতে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এই পদ্ধতিতে ছবি উদ্ধার করতে গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

মনে রাখতে হবে, অনেক ধরনের ফটো রিকভারি অ্যাপ আছে প্লে স্টোরে। সব অ্যাপ আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে না। তাই যেসব অ্যাপের ডাউনলোড বেশি, তেমন একটি অ্যাপ ডাউনলোড করুন।

ডাউনলোড করার সময় অবশ্যই অ্যাপটির ইউজার রিভিউ দেখে নেবেন। রিভিউ যদি ভালো থাকে, তবেই সেটি ইন্সটল করুন। অন্যথায় আপনার ফোনের তথ্য চুরি হওয়ার ঝুঁকি থেকে যাবে।

Install করা অ্যাপের মাধ্যমে Recovery ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ডিলিট হওয়া ছবি গুলি ফিরে পেতে পারেন।

FAQ

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে পাওয়ার সফটওয়্যার কোনটি ভালো?


diskdigger photo recovery pro.apk

অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনে কি recycle bin থাকে?

না, তবে file browser এবং gallery apps গুলোর ক্ষেত্রে Recycle Bin টি থাকতে পারে।

মোবাইলে থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে ফিরে পাবো?

Google Photos Apps এ Backup অপশন চালু/অন থাকলে, অথবা DiskDigger Apk(Premium Unlocked)এই এপ টা দিয়ে।

সর্বশেষ।

আজকে এই পর্যন্ত, পরিবর্তিতে আবারও হাজির হবো নতুন একটি টিপস নিয়ে, আজকের আপনারা জানতে পারলেনমো, মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download সম্পর্কে।

যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

 

সৌজন্য:-
MainitBD.Com


 

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি।
আল্লাহ হাফেজ.

পূর্বের পোষ্টঃ
ফ্রি এডিটেবল ২৫১ টি ওয়ার্ড ফাইল কালেকশন-Free Bangla Editable Word Document file Collection(Free Giveaway)
আপনার ফোনের খালি ফোল্ডার গুলো এক ক্লিকে ডিলেট করুন।
লাইভ টিভি এবং আজকের খেলা দেখুন কোন প্রকার ঝামেলা ছাড়াই,Don’t Miss!

12 thoughts on "মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে গেছে? কোন সমস্যা নেই মাত্র ২ মিনিটে ফিরিয়ে নিয়ে আসুন"

  1. Rejuan Hosain Contributor says:
    Couldn’t be any worse.
  2. Bita Paradox Contributor says:
    জঘন্য পোস্ট……………
    1. Md Asif Khan Author Post Creator says:
      Thank you
    2. Md Asif Khan Author Post Creator says:
      আসসালামু আলাইকুম প্রিয় ভাই,এতো কষ্ট করে সাজিয়ে গুছিয়ে পোষ্টি করলাম,অনেক সময় নিয়ে লিখতে হয়,সুধু আপনাদের এবং নিজের উপকারের জন্য, এই পোষ্ট হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আরেক জনের কাছে এই পোষ্টি হতে পারে অনেক মূল্যবাণ,কারন এটি একটি কার্যকরি পোষ্ট,আমি নিজে পরিক্ষা করে দেখেছি, খারাপ লাগে তখন যখন আপনি এই পোষ্টে একটি খারাপ মন্তব্য করেন,আশা করি বুঝতে পেরেছেন!
  3. Forhad Rahman Author says:
    TrickBD these days, pathetic as always ?
  4. Mohammad Contributor says:
    এই ইউটিউবারকে দেখলে মাথা খারাপ হয়ে যায়।
    1. Md Asif Khan Author Post Creator says:
      ভিডিও ডিলেট করা হয়েছে, ধন্যবাদ।
  5. Jewel Ahmmed Contributor says:
    এই সব ফালতু পোস্ট কেনো যে করেন।
  6. Rasedul Hasan Contributor says:
    ভাই, এই অ্যাপ তো থাম্বনেইল ইমেজ রিটার্ন করে। যা ব্যবহার যোগ্যও না
  7. TrickBD Support Moderator says:
    লিংকে সমস্যা আছে।
    ঠিক করুন এবং অবশ্যই নীতিমালা পুনরায় পড়ে নিন।
    অন্যথায় পরবর্তীতে ট্রেইনার পদ বাতিল হতে পারে।
  8. TrickBD Support Moderator says:
    দ্বিতীয়ত, পোস্টের মাঝখানে কোনো প্রমোশনাল/অপ্রয়োজনীয় লিংক দেয়া যাবেনা।

    আপনি নীতিমালা পড়েননি খুব সম্ভবত।
    দয়া করে পড়ে নিন।

    উপস্থাপন সুন্দর হয়েছে।

  9. TrickBD Support Moderator says:
    একই জিনিসের একাধিক লিংক দেয়া হয়েছে।
    স্পষ্টত স্প্যাম এবং নীতিমালা বহির্ভূত।
    রিডাইরেক্ট ও হয়।
    ওয়েটিং আছে।

    নীতিমালা পড়ে সবকিছু ঠিক করার পরামর্শ রইল।

Leave a Reply