Filmora Premium Tutorial

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 

আজকে আমরা দেখবো কীভাবে Filmora Video Editor App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷

মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। 

প্রথমেই প্লেস্টোর থেকে Filmora Install করে নিবো।

তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷

তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

এখন Filmora App টি সিলেক্ট করবো।

তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।

কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

আমরা Filmora এর ফাইলটি apks ফরমেটে পাবো। (মুড করার পর আপনাদের ফোনে App টি ওপেন না হলে NP Manager দিয়ে Kill Signature করে নিবেন।)

Apks ফাইলটি আমাদের apk বানাতে হবে। apk বানানোর জন্য আমরা Antisplit VIP App টি ব্যাবহার করবো। তারপর Select File বাটনে ক্লিক করবো।

তারপএ MT2>Apks ফোন্ডারে ঢুকে Filmora এর apks ফাইলটি সিলেক্ট করবো। তারপর Merge বাটনে ক্লিক করবো।

কিছুক্ষন অপেক্ষা করবো তারপর apk হয়ে গেলে আমরা MT Manager ওপেন করে Filmora এর apk ফাইলে ক্লিক করবো। তারপর View বাটনে ক্লিক করবো।

এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।

তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।

তারপর Select All অপশটিতে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করবো৷

এখানে সার্চ বাটনে ক্লিক করবো।

এখানে Start a new search বাটনে ক্লিক করবো।

এখন সার্চ বক্সে pro” লিখবো। নিচে smali Select করে Ok বাটনে ক্লিক করবো।

তারপর যে লিষ্ট আসবে এখানে MyBillinglmpl লিখাটা খুজে বের করবো। এখানে pro” লিখার উপর ক্লিক করবো।

এখানে অনেক গুলা কোড দেখতে পাবেন।

এখন আমরা একটু উপরে উঠবো তাহলে ()z মেথোড দেখতে পাবো।

এখন ()z লিখাটা সিলেক্ট করে goto বাটনে ক্লিক করবো।

এখানে একটু নিচে নামলে [.end method] নামে একটা লাইন পাবেন।

এখানে return v0 এর উপর একটা স্পেস দিবো। এবং সেখানে প্রিমিয়াম বানানোর কোডটি লিখবো। const/4 v0, 0x1 এখানে return এর পর v0 দেওয়া তাই আমরা কোডে v0 লিখেছি। v এর বদলে অন্য কোনো অক্ষর থাকলে আপনারা সেই অক্ষরটি ব্যাবহার করবেন।

এখন Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করে Exit বাটনে ক্লিক করবো।

এখানে AUTO SIGN বাটনে টিক রেখে Ok বাটকে ক্লিক করবো।

তারপর যা আসবে close করে দিবো।

তাহলেই আমাদের মুড সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা Filmora এর ফাইলটি Install করবো। তাহলেই দেখতে পাবো সব প্রিমিয়াম ফিচার আনলক হয়ে গেছে।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

3 thoughts on "Filmora Premium Tutorial – Filmora মুড টিউটোরিয়াল"

  1. rupayon Contributor says:
    Vaiya
    free fire game mod
    Version ta den plz
    1. zerox Author Post Creator says:
      অনেকদিন থেকে Free Fire Game খেলা হয় না। নতুন কোনো মুড পেলে অবশ্যই শেয়ার করবো।

Leave a Reply