Site icon Trickbd.com

Bangla VPN Premium Tutorial – Bangla VPN মুড টিউটোরিয়াল

Bangla VPN Premium Tutorial

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 

আজকে আমরা দেখবো কীভাবে Bangla VPN App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷

এই VPN টি মুড করা বলতে এটাতে সব কিছুই ফ্রিতে ব্যাবহার করা যায়। এটার প্রিমিয়াম নিলে সব ads রিমুভ হয়ে যাবে। আমরা এই App থেকে সব ads রিমুভ করবো। আর বাকি সব প্রিমিয়াম ফিচার চালু করবো।

মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। 

প্রথমেই প্লেস্টোর থেকে Bangla VPN Install করে নিবো। 

তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷

তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

এখন App টি সিলেক্ট করবো।

তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।

কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

আমরা Bangla VPN এর ফাইলটি apks ফরমেটে পাবো। (মুড করার পর আপনাদের ফোনে App টি ওপেন না হলে NP Manager দিয়ে Kill Signature করে নিবেন।)

Apks ফাইলটি আমাদের apk বানাতে হবে। apk বানানোর জন্য আমরা Antisplit VIP App টি ব্যাবহার করবো। 

এখন Antislipt VIP App টি ওপেন করি। তারপর Select File বাটনে ক্লিক করবো।

তারপএ MT2>Apks ফোন্ডারে ঢুকে Bangla VPN এর apks ফাইলটি সিলেক্ট করবো।

তারপর Merge বাটনে ক্লিক করবো।

কিছুক্ষন অপেক্ষা করবো তারপর apk হয়ে গেলে আমরা MT Manager ওপেন করে Bangla VPN এর apk ফাইলে ক্লিক করবো।

তারপর View বাটনে ক্লিক করবো।

এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।

তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।

তারপর Select All অপশটিতে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করবো৷

এখানে STRINGS বাটনে ক্লিক করবো।

এখন Filter বাটনে ক্লিক করবো।

তারপর সার্চ বক্সে PurchasedState লিখবো। নিচে Exactly Match অপশনটি টিক করে দিবো। তারপর Ok বাটনে ক্লিক করবো।

এখানে Purchasedstate লাইনটির উপর ক্লিক করবো।

তারপর Search বাটনে ক্লিক করবো।

এখানে Purchasedstate লিখার উপরে ক্লিক করবো।

এখানে অনেক গুলো কোড দেখতে পাবেন। এখন আমরা স্ক্রোল করে নিচে চলে আসবো। আমরা এখানে ‘z’ মেথোড খুজবো। এটা উপরে বা নিচে যেকোনো যায়গাতে থাকতে পারে। 

আপনি সরাসরি নিচে চলে আসলে কমবেশি 573 নাম্বার লাইনে পেয়ে যাবেন।

এখানে z বা d যেকোনো একটা অক্ষর এর উপর চাপ দিয়ে ধরে রাখবো। 

তারপর goto বাটনে ক্লিক করবো।

পরের পেজ আসার পর উপরের কম্পাস আইকোনে ক্লিক করবো।

তারপর d নামে যে লাইনটা সিলেক্ট হয়ে থাকবে সেই ফাইলটাতে চাপ দিয়ে ধরে রাখবো।

তারপর Find Usages অপশনটিতে ক্লিক করবো।

তারপর Find the usages of Put অপশনটিতে ক্লিক করবো।

এখানে দুইটা ফাইল পাবেন। এখানে আমরা নিচের লাইনটিতে ক্লিক করবো।

এখানে Method এর শুরুতে যে const/4 v0, 0x0 লাইনটি আছে এই লাইনটির শেষের 0 (Zero) পরিবর্তন করে 1 (One) লিখবো।

এখন Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করে Exit বাটনে ক্লিক করবো।

এখানে AUTO SIGN বাটনে টিক রেখে Ok বাটকে ক্লিক করবো।

তারপর যা আসবে close করে দিবো।

তাহলেই আমাদের মুড সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা Bangla VPN এর ফাইলটি Install করবো। তাহলেই দেখতে পাবো সব প্রিমিয়াম ফিচার আনলক হয়ে গেছে।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন।