আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারো আপনাদের মাঝে নতুন modules ,নিয়ে হাজির হলাম,
মডিউলস নিয়ে আলোচনা করার আগে বলে নেই যে ভাইরা এই টুইক্স এর সাথে নতুন, আমার আগের দুইটি পোস্ট আছে দেখে আসুন তাহলে এটি ইন্সটল দিতে আপনাদের সমস্যা হবেনা নিচে পোস্ট লিনক দিয়ে দিলাম
আজকে যে মডিউলস নিয়ে আলোচনা করব নাম হচ্ছে –
? Max VIP – Performance 4.0 ( Recommend)
প্রথমে আমি আলোচনা করব Max VIP – Performance 4.0 এ মডিউল্সটি নিয়ে কিভাবে কিভাবে ইন্সটল করবেন , এই মডেল সম্পর্কে আপনাদের কিছু বলার নেই এটি ব্যবহার করলেই এর বেনিফিটস বুঝতে পারবেন আমার দেখা সেরা একটি গেমিং টুইক্স, আজকে এক সপ্তাহ ধরে ব্যবহার করতেছি এবং এর পারফরম্যান্স দুর্দান্ত, এবং যারা টেলিগ্রাম চ্যানেল থেকে এই মডিউলস ব্যবহার করেছেন তাদের অনেকের থেকেই ভালো ফিডব্যাক পেয়েছে,
এই মডিউলস্টি ব্যবহার করে আমি ফ্রি ফায়ার গেমস টেস্ট করেছিলাম আমার এফপিএস ড্রপ করে নি এবং আমি Ultra Graphics a ট্রাই করেছি, অন্যান্য গেমসেও ট্রাই করতে পারেন,
এটি শুধু গেমিং টু এক্স না এটির ভেতরে আপনার ডিভাইস Smooth করারও টুইক্স ইনক্লুড করা আছে,
Features? :
Max VIP – Performance 4.0
⚠️ NOTE!! WORKS OR NOT, DEPENDS ON YOUR DEVICES!!
⏯️ Support On – Brevent App & MT Manager
Benefits
?Optimizating CPU&GPU
?GPU Cache Clearing
?Boosting RAM
?Appsv Background Stopping
?Peak Refresh Rate
?Scrolling Speed Fast
?Optimizing System Performance
?Games Fps increase
চলুন এবার কিভাবে ইন্সটল করবেন দেখা যাক ” প্রথমে ফাইলটি ডাউনলোড করে নিন,
আপনারা চাইলে এই স্ক্রিপটি MT MANAGER & BREVENT দিয়ে ইন্সটল করতে পারবেন,
ফাইল্টি ডাউনলোড করার পরে জিপ আকারে পাবেন এটাকে Extract করার পরে ফোল্ডারে প্রবেশ করলে
এরকম দুইটি ফাইল পাবেন
hapus.sh & vip.sh ফাইল দুইটিকে কপি করে আপনার Infernal storage এ নিয়ে পেস্ট করে দিবেন,
এখন চলুন মুল কাজে কিভাবে Brevent অথবা MT MANAGER দিয়ে ইন্সটল করবেন আমি আগের পোস্টে বলে দিয়েছিলাম যে ভাইদের Brevent এপ্সে সমস্যা হচ্ছে তারা MT MANAGER ব্যবহার করবেন,
প্রথমে Brevent এপ্সটি ওপেন করুন
তারপর Exec command এ ক্লিক করুন,
স্ক্রিপ্টি ইন্সটল করার জন্যে নিচের কমান্ড টাইপ করুন,
sh /storage/emulated/0/vip.sh
আপনার স্ক্রিপ্ট ইন্সটল হওয়া শুরু হয়ে যাবে
স্ক্রিপ্ট ইন্সটল সম্পুর্ন হওয়ার পরেই এখান থেকে বের হবেন, ⚠️ ডিভাইস রিস্টার্ট করবেন না, নাহলে আবারও স্ক্রিপ্ট ইন্সটল দিতে হবে, স্ক্রিপ্ট ইন্সটল দেওয়ার পর ডিভাইস রিস্টার্ট করার প্রয়োজন নেই,
এখন উপভোগ করুন দুর্দান্ত পারফরমেন্স ?
কিভাবে স্ক্রিপ্টি Uninstall করবেন Brevent এপ্স এ গিয়ে এই কমান্ড টাইপ করুন
sh /storage/emulated/0/hapus.sh
এখন চলুন দেখাই কিভাবে MT manager দিয়ে ইন্সটল করবেন
প্রথমে আপনাদের বলে দিয়েছি ফাইল গুলাকে Internal Storage এ নিয়ে রাখবেন তারপর MT MANAGER এ গিয়ে VIP.SH ফাইলের উপর ক্লিক করুন
তারপর Execute এ ক্লিক করুন আপনার স্ক্রিপ্ট ইন্সটল হওয়া শুরু হয়ে যাবে,
আজকের জন্য এইটুকুই ইচ্ছা ছিলো এই মডিউলের সাথে আরেকটি মডিউলস সেয়ার করি, পোস্ট অনেক লম্বা হয়ে যাবে তাই আজকের জন্য এখানেই শেষ করলাম, আমাদের পরবর্তী মডিউলের নাম ? MAGIC_TWEAK, আপনাদের ইন্সটল করতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা টেলিগ্রামে নক দিন সাথে সাথে হেল্প করার চেষ্টা করবো
আমার টেলিগ্রাম চ্যানেল ?
কিন্তু অনেকের ডিভাইসে + আমার ডিভাইসে কাজ করেছে
i have 90 hz display
settings put system min_refresh_rate 40
settings put system max_refresh_rate 120
settings put system peak_refresh_rate 120
settings put secure refresh_rate_mode 3
settings put system user_refresh_rate 40
settings put system thermal_limit_refresh_rate 120
But future e jodi phone restart di
Tahole ki abar script install kora lagbe?