Site icon Trickbd.com

ব্যবহার করুন Sticky Password এর Premium Version তাও আবার ফ্রীতে ।অফার শেষ হওয়ার আগেই লুফে নিন

আসসালামু আলাইকুম, ট্রিক বিডি বাসী আবারো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব,  Sticky Password app এর ২০২৫ সাল পর্যন্ত প্রিমিয়াম লাইসেন্স  এবং জানাবো কিভাবে ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যাক।

Sticky Password মোবাইল এবং কম্পিউটার দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়,  আপনি  ভিন্ন অপারেটিং সিস্টেম থেকে ডাউন করতে পারবেন। নিম্নে লিংক দিয়ে দিচ্ছি আমি:

Download Sticky Password for Android

Download Sticky Password for IOS

Download Sticky Password for Windows 

Download Sticky Password for Mac

প্রথমেই জানিয়ে দিচ্ছি এই অ্যাপের সুবিধাগুলোঃ

১. নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি পাসওয়ার্ড সংরক্ষণ এপ। তাই এখানে প্রিমিয়াম করার পরবর্তীতে আনলিমিটেড পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।

২. পাসওয়ার্ড গুলো অটো সেভ করার পর পরবর্তীতে অটোমেটিক আবার লগইন করে নিবে।

৩. আবার শুধু পাসওয়ার্ড সেভ করবেই না আবার নতুন নতুন এবং শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে সাহায্য করবে।

৪. আপনার ডিজিটাল ওয়ালেট গুলোর তথ্য সুরক্ষিত রাখবে।

৫. আপনার নোটস গুলোর তথ্য সুরক্ষিত রাখবে।

৬. অ্যাপের সিকিউরিটি হিসেবে 2-factor অথেন্টিকেশন অপশন থাকবে।

৭.  USB পোর্টাল ভার্সন থাকবে যা দিয়ে আপনি আপনার একটি কম্পিউটারে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করার পরবর্তীতে তা কোন ইউএসবি এর মাধ্যমে,  অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।

৮. ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যবহার করা যাবে।

৯. যদি প্রিমিয়াম এক্টিভ করেন তবেই অনেকগুলো ডিভাইস এক একাউন্টের মাধ্যমে ব্যবহার করা যাবে।

১০. পাসওয়ার্ড সংরক্ষণের পাশাপাশি আপনার ডিভাইস ডার্ক ওয়েব মনিটরিং এর কাজ করবে।

১১. আপনার আশেপাশের ওয়াইফাই এর সেভকৃত পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করবে।

১২. আপনার এই সেভ করা পাসওয়ার্ড শেয়ারিং এক্সেস এর মাধ্যমে অন্য ইউজারদের কে শেয়ার করে দিতে পারবেন।

এখন আমি দেখিয়ে দিবো কিভাবে Sticky Password   ডাউনলোড করে প্রিমিয়াম এক্টিভ করে নিবেনঃ
[ আমি আমার ল্যাপটপে ইন্সটল দিয়ে দেখাচ্ছি আপনারা ফোনেও একই ভাবে ইন্সটল করে দিতে পারবেন ]

১. উপরের লিংকগুলো থেকে আপনার যে ভার্সন  দরকার ডাউনলোড করে নিয়ে ইন্সটল করবেন।

 

২. সাধারণভাবে ইনস্টল দেওয়ার পরবর্তীতে অ্যাপটি ওপেন করবেন। সেখানে NEXT নামে অপশন আসবে ওইটাতে ক্লিক করবেন, কয়েকবার।

৩. তারপরে যেহেতু আমরা নতুন এই অ্যাপে, সেক্ষেত্রে Create a new account  এ ক্লিক দিবো। আর যদি কারো আগেই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগইন করলেই হবে।

৪. আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড  টাইপ করুন।  অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। কারণ এইটাই মাস্টার পাসওয়ার্ড।  আর পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে ছোট হাতের এবং বড় হাতের এবং একটি নাম্বার অবশ্যই থাকতে হবে।

৫. আবার মাস্টার পাসওয়ার্ড দিয়ে টাইপ করে Continue করুন।

৬. Cloud Sync অপশনটি ওকে করে দিয়ে যান যেন আপনার পাসওয়ার্ড অটোমেটিক অনলাইন সেভ হয়ে যায় এই একাউন্টে।।

৭. আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আপনি এটি প্রিমিয়াম একটিভ করে নেন।  এক্ষেত্রে আপনাদের দরকার হবে ডিজিটাল লাইসেন্স কি। নিজের কি গুলো কপি করে  অথবা নির্ভূলভাবে টাইপ করে Confirm এ ক্লিক করুন। 

লাইসেন্স কি গুলা হলোঃ

License code #1: DA00PR-E54C66-709E01
License code #2: DA00PR-A54C60-835B72

৮. দেখুন, All Set & Boom! আপনার Sticky password  এর লাইসেন্স কি একটিভ হয়ে গেছে।

এখন Launch Sticky Password এ ক্লিক করুন ✌️।

বিঃদ্রঃ Key গুলো যত দ্রুত সম্ভব ব্যবহার করুন,  কেননা এইগুলো পরিবর্তনশীল। তাই অনেক দেরি হলে অনেক সময় একটিভ নাও হতে পারে। 

তো ঠিক আছে…..পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে বাচতে.. ব্যবহার করুন Sticky Password.

আজকের মতো এই পর্যন্তই।  দেখা হবে অন্য আরেকটি ব্লগে। তবে হ্যা, আপনার সাথে রেগুলার ভার্চুয়াল সাক্ষাৎ হতেই পারে যদি আপনি আমার ফেসবুক গ্রুপে Add থাকেন… জয়েন হতে পারেন সকল প্রিমিয়াম কালেকশন পাওয়া জন্য।

Join My Facebook Group

অশেষ কৃতজ্ঞতা, এতসময় ব্লগটি পড়ার জন্য। ভূলত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।