Site icon Trickbd.com

জিএফএক্স বেঞ্চে স্যামসাং এর নতুন মধ্য-মানের ফোন গ্যালাক্সি সি৭

স্যামসাং অল্প কিছুদিনের মধ্যেই আমাদেরকে তাদের নতুন হ্যান্ডসেট সিরিজের সাথে পরিচয় করিয়ে দেবে। মধ্য-মানের এই ফোনের অনেক বিশেষ বৈশিষ্ট্য থাকবে যদিও তার সাথে কোম্পানির উচ্চ-মানের এ সিরিজের বেশ পার্থক্যও থাকবে। সি সিরিজের ফোনে ‘শুধু’ ধাতুর তৈরি আবরণ দেওয়া হচ্ছে। এমনটাই বলছে সাম্প্রতিক কিছু গুজব। অবশ্য সি সিরিজ ফোনসেটের আদ্যপ্রান্ত এখন আমাদের হাতের মুঠোয় এসেছে – আর তার সন্ধান পেয়েছি আমরা জিএফএক্সবেঞ্চ এর ডেটাবেজের কল্যাণে।

আসন্ন স্যামসাং গ্যালাক্সি সি৭ এ মূলতঃ থাকছে একটি ৫.৫ ফুলই এইচডি ডিসপ্লে, ২.০ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট, ৩.৫ গিগাবাইট র্যাম এবং ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা যথাক্রমের এর পেছনে ও সামনে। সি৭ এর আভ্যন্তরীন সংরক্ষণ ক্ষমতা ৩২ গিগাবাইট এবং এই ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানোর সুবিধার্থে এর সাথে থাকছে মাইক্রোএসডি স্লট।
এতো সব বৈশিষ্ট্য যে ফোনসেটে থাকছে তাকে অনায়াসে একটি মানসম্মত ডিভাইস বলা যায়। আর এখনের জন্যে আরো আনন্দের খবর হলো স্যামসাং গ্যালাক্সি সি৭ চালাবে অ্যানড্রয়েড ৬.০.১ মাশম্যালো।

Exit mobile version