Site icon Trickbd.com

অাবারো অাপনার Android ফোনের জন্য নিন বিরক্তি কর AD থেকে মুক্তি পেতে ডাউনলোড করুন অন্য রকম অসাধারন AdClear(Non-Root Full-Version Ad Blocker) . সম্পূর্ণ নতুন ভার্সন অাশা করি এর থেকে ভালো অ্যাপ অাপনি পাবেন না।

Unnamed

আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভালোই আছেন । আমি আপনাদের দোয়ায় ভালোই আছেন। যাই হোক আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি অ্যাপ।

অাপনার Android ফোনের বিরক্তি কর AD থেকে মুক্তি পেতে ডাউনলোড করুন অন্য রকম অসাধারন AdClear. অাশা করি এর থেকে ভালো অ্যাপ অাপনি পাবেন না। এই অ্যাপটি ব্যবহার করাও খুবই সহজ। অ্যাড ব্ল্যক করার জন্য যত অ্যাপ অাছে তা অধিকাংশ কাজ করে না। তাছাড়া বেশির ভাগ অ্যাপই রুট ভার্সন। সেজন্য অনেকে তা ব্যবহার করতে পারে না। তাই অাজ অামি অাপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি কার্যকরি অ্যাপ।

তো দেরি কেন প্রথমে নিচ থেকে প্র‍থমে সফটওয়্যটি ডাউনলোড করে নিন :-

Click Here To Download

নিচে সফ্টওয়্যারটির কিছু ScreenShot দেওয়া হলোঃ

চলুন এই সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য দেখে নিইঃ

★Encrypted ads ব্ল্যক করতে পারে।

★Wi-Fi and cell data ব্যবহার করে অ্যাড ব্লক করে পারেন।

★যেকোন Browser এ সাপোর্ট করে।

★Non-Root Supported

★যেকোন অ্যাপসের অ্যাড ব্ল্যক করতে সক্ষম।

★bandwidth and battery সেভ করে। তাই চার্জও টেকে বেশি।

★Online এ loading speeds কমায়। তাই ডাটাও সেভ হয়।

আশা করি আপনাদের ভালো লাগবে ।

আর যেকোন সমস্যা হলে আমাকে জানান ।