আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।
App Mod নিয়ে বেশ কিছু পোস্ট আমার করা আছে যদি সেগুলো দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। এতে করা আজকের পোস্টটি আপনার জন্য অনেক সহজ হবে।
এ্যাপ আপডেট হওয়ার কারণে পোস্ট পড়ে মুড করতে পারবেন না। টেলিগ্রাম চ্যানেলে আপডেট ভিডিও দেওয়া আছে দেখে নিন।
- প্রথমে MT Manager ওপেন করুন এবং আপনার IMO Extract করে নিন। [Mod করার জন্য সকল এ্যাপ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ]
Extract করার পর APKS নামের একটা ফাইল আসবে ওটাতে ক্লিক করে View করুন।
View করার পর একটা base. apk ফাইল পাবেন ওটা Extract করে নিন। base ফাইল কিভাবে Extract করবেন আমি আগের পোস্টে দেখিয়েছিলাম তাই এইপোস্টে আর দেখালাম না।
base Extract করার পর NP Manager এ যান এবং base এ ক্লিক করুন দেখবেন Remove signature verification একটি মেনু আসবে ওটাতে ক্লিক করে signature verification complete করুন।
signature করার পর MT Manager এসে আগের base ফাইল দুটি ডিলিট করে দিন এবং signature করা base ফাইলটি Rename করে base. apk লিখে এ্যাড করুন।
এখন আবার ফিরে যান NP Manager এ গিয়ে APKS ফাইলটি APK বানিয়ে নিন।
APK করা হয়ে গেলে MT Manager এ গিয়ে View করুন।
এরপর সিলেক্ট করুন Dex Editor Plus.
তারপর যে কোন একটি Classes. dex সিলেক্ট করুন এবং Select all & ok করুন।
এখন Strings থেকে Filter বক্সে লিখুন is_premiom তারপর ওকে করুন
এখন নিচ থেকে is_premium টিতে ক্লিক করে Search করুন।
এরপর নিচে দেখানো কোডটিতে ক্লিক করুন।
এখন নিচে দেখানো ‘ua’ Code Method টি সিলেক্ট করে goto করুন।
অতপর নিচে দেখানো জায়গাতে আপনার Premium code টি বসিয়ে দিন।
এখানে Premium code দিয়েছি const/4 v0, 0x1 এখন সে
নিচে দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।
[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।