আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।
এই এ্যাপটিও ডাউলোড হয়েছে প্রায় ১০০ মিলিয়ন + এবং এই File Manager সাধারণত মোবাইলে থাকা Default File Manager এর মত না এটা দিয়ে অনেক Advance কাজ করা যায়। যাহ হক চলুন শুরু করা যাক
[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]
- প্রথমে Dev Tools টি ওপেন করুন এবং সেখান হতে layout inspector ওপশনে ক্লিক করুন।
এখন উপরের দিকে দেখুন একটি Inspect layout চলে এসেছে।
এখন আপনার File Manager টি ওপেন করুন এবং Layout থেকে Search আইকনে ক্লিক করুন।
Search আইকনে ক্লিক করলে File Manager এ থাকা সবগুলো আইকন সিলেক্ট হবে। আপনি উপরের Premium আইনে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচে একটি Hex ID চলে আসবে ওটা চেপে ধরে কপি করুন এবং Layout inspector থেকে বের হয়ে আসুন।
এখন চলে যান MT Manager. গিয়ে File Manager টি Extract করে নিন।
Extract হয়ে গেলে নিচে একটি File Manager. APK ফাইল দেখতে পাবেন ওটাতে ক্লিক করে View করুন।
View করার পর নিচ থেকে Classess.dex এর যে কোন একটিতে ক্লিক করুন।
এরপর Dex Editor Plus এ ক্লিক করে Select all & ok করুন।
এখন Search গিয়ে Layout থেকে কপিকৃত Hex ID বক্সে দিয়ে ওকে করুন।
দেখুন নিচে দুইটি কোড এসেছে আপনি উপরের কোডটিতে ক্লিক করুন।
নিচে দেখছেন একটি g Method আছে ওটা চেপে ধরে goto করুন।
এখন নিচে Premium code দিয়ে সেভ করুন এবং বাহিয়ে এসে install করুন।
যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।