আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

এই এ্যাপটিও ডাউলোড হয়েছে প্রায় ১ মিলিয়ন + তো আর কথা কেন চলুন শুরু করা যাক

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

[মুড করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ করে করবেন যাতে মুডিং এ্যাপ গুলো আপডেট না চায়, মুড হয়ে গেলে আবার অন করে দিবেন]

3D Launcher

আপনার কি ধরনের এ্যাপ মুড পেলে খুশি হবে কমেন্টে জানিয়ে দিন। আমি মুড করতে পারলে পোস্ট করবো।

  • প্রথমে MT Manager ওপেন করে এ্যাপটি Extract করুন।

  • দেখুন APKS একটি ফাইল পাবেন ওটা APK বানাতে হবে। APK বানানোর জন্য NM Manager, AntiSplit যে কোনটা ব্যবহার করতে পারবেন।

  • APKS থেকে APK বানানো হয়ে গেলে MT Manager যান নিচে দেখুন APK হয়ে গিয়েছে।

  • APK তে ক্লিক করে View করুন।

  • নিচে দেখুন Classes.dex নামের কিছু ফাইল দেখতে পাবেন যে কোন একটিতে ক্লিক করুন।

  • এরপর Dex Editor Plus সিলেক্ট করুন।

  • এখন Select all & Ok করুন।

  • এখন Strings থেকে Filter বক্সে গিয়ে purchase লিখে ওকে করুন।

এখন নিচে দেখনো কোডটিতে ক্লিক করুন।

অতপর Search এ ক্লিক করুন।

এরপর নিচে দেখুন দুটি কোড আসবে তার মধ্যে হতে নিচের কোডটিতে ক্লিক করুন।

নিচে দেখানো জায়গাতে আপনার প্রিমিয়ার কোড দিয়ে সেভ করুন। কাজ শেষ এখন আপনার এ্যাপটি ওপেন করে প্রিমিয়াম থিম গুলো ট্রাই করুন দেখনু সব ইন্সটল নিবে।

(আমার টেলিগ্রামে চ্যানেলে মুডিং এ্যাপ দেওয়া আছে চাইলে ডাউনলোড করে নিতে পারেন)

যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

8 thoughts on "১৭০০ টাকার প্রিমিয়াম ফিচারের 3D Launcher Mod করে নিন (Best Choose)"

  1. Avatar photo Kowsik Contributor says:
    Nova launcher ta mod kore premium feature unlock korar way nia akta post koren bro please?
    1. Avatar photo trickbdforme Author Post Creator says:
      ভাই সব কিছু প্রিমিয়াম হয়না, হলে আমি পোস্ট করবো ইনশা’আল্লাহ
    2. Avatar photo Kowsik Contributor says:
      Thank you for your reply
  2. Avatar photo Shakib Contributor says:
    Thanks bro
  3. Avatar photo Sodium_Chloride Contributor says:
    Bhai shob app mod korte parbo etar jnno ki sikhte hobe??
    1. Avatar photo trickbdforme Author Post Creator says:
      course korte hobe
  4. Avatar photo Shakib Contributor says:
    download link koi??
    1. Avatar photo trickbdforme Author Post Creator says:
      আগামীকাল পোস্ট করবো হনশা’আল্লাহ

Leave a Reply