আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ।

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

  • প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন তারপর MT Manager দিয়ে এ্যাপটি Extract করে নিন। তাপর Extract কৃত এ্যাটি View করুন।

View করার পর একটি base ফাইল পাবেন ওটা চেপে ধরে Extract করুন।

Extract হয়েগেলে আপনার মেমোরি নিচে দিকে চলে আসবে। এখন base ফাইলটি kill Signature করতে হবে।

kill Signature করার জন্য NP Manager ওপেন করুন নিচে base ফাইল দেখতে পাবেন।

এখন base ফাইলে ক্লিক করে Function এর ক্লিক করুন।

এখন ক্লিক করুন নিচে দেখানো জায়গাতে

আবারো ক্লিক করুন নিচে দেখানো জায়গাতে

kill Signature হয়ে গেলে চলে যান MT Manager আপনার কিলকৃত base ফাইল Rename করে base.apk করে add করে দিন।

add হয়ে গেলে APKS ফাইলটি APK বানাতে হবে। APK বানানোর জন্য NP Manager or AntiSilpt ব্যবহার করতে পারবেন।

APK হয়ে গেলে ফাইলটিতে ক্লিক করে View করুন।

নিচে Classes.dex ফাইল পাবেন যে কোন একটিতে ক্লিক করুন।

এরপর নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন।

এরপর Select all & ok করুন।

নিচে Strings থেকে Filter ক্লিক করে নিচে দেওয়া লিখাটি দিয়ে ওকে করুন।

নিচে সেইম একটা লিখা আছে ওটাতে ক্লিক করুন।

এরপর Search করুন।

এখানে দুটি কোড আসবে আনি ওপরের কোডটিতে ক্লিক করুন।

নিচে দেখতে পাচ্ছেন getBoolean লিখা আছে ঠিক ওটার নিচে প্রিমিয়াম করতে হবে।

এখন নিচে প্রিমিয়াম করুন। Premium Code is: const/4 v0, 0x1

 

(যদি কেউ মুড এ্যাপ নিতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করুন আমি পোস্ট করবো)

যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

4 thoughts on "প্রিমিয়াম করে নিন YouCut – Video Editor & Maker"

  1. jepiyo9479 Contributor says:
    Faltu again
  2. Cyber Boy Contributor says:
    Thanks For It
  3. Ashraful Author says:
    Picsart mod korar Tutorial chai

Leave a Reply